এই সময়, পুরুলিয়া: স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) প্রক্রিয়ায় ব্যস্ত এক শিক্ষক। অন্য শিক্ষকের উপরেই বর্তেছে যাবতীয় দায়িত্ব। এই পরিস্থিতিতে মিড-ডে মিল বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুরুলিয়ার ঝালদার তুলিন নিউ ইউনিট প্রাইমারি স্কুলে। অভিভাবকদের অভিযোগ, রান্না করা খাবারের পরিবর্তে মিড-ডে মিলে পড়ুয়াদের হাতে বিস্কুটের প্যাকেট কিংবা কাঁচা ডিম দিয়ে দায় সেরে ফেলা হচ্ছে। এই অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে এলাকায়।
খুদে পড়ুয়াদের বক্তব্য, ঝালদা-১ ব্লকের তুলিন নিউ ইউনিট প্রাইমারি স্কুলে বেশ কয়েক দিন রান্নাই হয়নি। মিড-ডে মিলের রান্নার কাজের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদেরও বক্তব্য এক। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক অবিনাশ কুইরি। শিক্ষা দপ্তর সূত্রে খবর, বর্তমানে এই স্কুলে মোট পড়ুয়া ১৪১। অভিভাবকদের দাবি, রান্না করা খাবারের ক্ষেত্রে যে হেতু পড়ুয়াদের পুষ্টির ব্যাপারও জড়িয়ে থাকে, তখন এ ধরনের কর্মকাণ্ড মোটেও আশাব্যঞ্জক নয়। প্রশাসনের উচিত অবিলম্বে অভিযোগের তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করার।
বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা। যাতে পরবর্তীতে এমন ঘটনা না-হয়, তার জন্য প্রশাসনিক পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সারতী মুড়া।