• ভূমিকম্প হলে রাজ্যে ঘোর বিপদ: ভূ-পদার্থবিদ শঙ্কর
    এই সময় | ০৬ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, কালনা: ভূমিকম্প সংক্রান্ত যে 'জোনেশন ম্যাপিং' হয়েছে, সেখানে পুরো পশ্চিমবঙ্গ রয়েছে চার নম্বর জোনে, অর্থাৎ ভূমিকম্প হলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। ফলে কেউই এখন আর সুরক্ষিত নন। শুক্রবার কালনা কলেজে নবনির্মিত অডিটোরিয়াম হল গীতাঞ্জলির উদ্বোধনে এসে এমনই মন্তব্য করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ। ছিলেন কালনা কলেজের অধ্যক্ষ তাপস সামন্ত, কলেজের গভর্নিং বডির সভাপতি তাপস কাফা প্রমুখ। দীর্ঘদিন খড়্গপুর আইআইটিতে অধ্যাপনা ও গবেষণায় যুক্ত থাকা শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারপ্রাপ্ত শঙ্কর নিজে ভূমিকম্প বিজ্ঞানী ও ভূ-পদার্থবিদ।

    এ দিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'ভূমিকম্পের যে নতুন স্কেল ২০২৫-এর নভেম্বরে চালু হয়েছে, তা তৈরি করেছে খড়্গপুর আইআইটি। আগে এই রাজ্যের কিছু অংশ জোন এক, দুই বা তিন নম্বরে ছিল। এখন পুরো পশ্চিমবঙ্গ জোন ফোরে চলে গিয়েছে। কেউ নিরাপদ নই।' তাঁর পরামর্শ, নিয়ম মেনে বাড়িঘর তৈরি হলে বড় আকারের ভূমিকম্প বা বন্যা হলেও তেমন বিপদ নেই। কোনও ক্ষয়ক্ষতি হবে না। শঙ্কর আরও জানান, বিজ্ঞান, প্রযুক্তি গবেষণায় কেন্দ্রীয় অনুদান অনেক কমে গিয়েছে। প্রজেক্ট প্রোপোজ়াল ফান্ডিংও কমেছে।

    রাজ্য সরকারের সেই অর্থ দেওয়ার ক্ষমতা নেই। আন্তর্জাতিক অনুদানের উপরে নির্ভর করেই কাজ করতে হচ্ছে। কেন্দ্রের কাছে যতটা অনুদান দরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা সময় মতো কেন্দ্রের কাছে পাঠান। তবে তিনি এ-ও জানান, সারা দেশেই গবেষণায় কেন্দ্রীয় অনুদান কমেছে। কালনা কলেজ কর্তৃপক্ষের কাছে তাঁর অনুরোধ, আশপাশে অনেক স্কুলের অডিটোরিয়াম তৈরির ক্ষমতা নেই। তাদেরও এই অডিটোরিয়াম ব্যবহার করার সুযোগ দিলে সবার উপকার হবে।

  • Link to this news (এই সময়)