অঘ্রাণের শেষ লপ্তে পুরোদস্তুর শীতের আমেজ। শনির সকালে ‘পোয়া বারো’ শীতপ্রেমীদের। তিলোত্তমার তাপমাত্রা নামল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম। কলকাতার তাপমাত্রার নিরিখে এটিই মরশুমে শীতলতম দিন। ২০২০ সালের ১৭ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। শুধু ২০২০ নয়, ২০২১ সালের ২০ ডিসেম্বরও তিলোত্তমায় পারদ পতন হয়ে সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছিল ১১.২ ডিগ্রিতেই। সেই রেকর্ড ভাঙুক ২০২৫-এর শীত, চাইছেন শীতপ্রেমীরা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত বঙ্গোপসাগরের উপরে কোনও সিস্টেম নেই। ফলে অবাধে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। আগামী সাতদিন শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ফলে দিন এবং রাতের তাপমাত্রা কমবে। রবিবারও রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে, জানাচ্ছেন আবহবিদরা। শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ।
দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কমেছে তাপমাত্রার পারদ। অধিকাংশ জেলাতেই স্বাভাবিকের নীচে দিনের তাপমাত্রা। রবিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী পাঁচ দিন মূলত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। কিছুটা একই রকম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। সকাল ও রাতে শীতের আমেজ থাকলেও সেখানে দিনে ঠান্ডা কমবে। ভোরের দিকে থাকবে শীতের আমেজ। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা।