আজকাল ওয়েবডেস্ক: খেলা শুরু করে দিল শীত। পারদ নামছে। শনিবার থেকে রাতের তাপমাত্রা আরও কমবে। হাওয়া অফিস জানিয়েছে অন্তত ২ ডিগ্রি করে কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তারপর আগামী দু’দিন তাপমাত্রা একই থাকবে। উত্তরবঙ্গে আবার তাপমাত্রা আরও কমেছে। দার্জিলিংয়ে তাপমাত্রা ৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি বছর জাঁকিয়ে শীত পড়বে।
কলকাতায় শনিবার এক ধাক্কায় তিন ডিগ্রি নেমেছে তাপমাত্রা। শুক্রবার যেখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে শনিবার তা ১৪ ডিগ্রিতে নেমে গিয়েছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কম ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০–৮৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস। জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০–১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে।
জানা গেছে, বঙ্গোপসাগরের উপর এই মুহূর্তে কোনও নিম্নচাপ অঞ্চল নেই। ফলে উত্তুরে হাওয়ার প্রবেশে বাধা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে শীত আরও বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে আরও অন্তত দু’ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
শীতের সঙ্গে বাড়বে কুয়াশাও। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলায় সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। এর ফলে যান চলাচলেও সমস্যা হবে স্বাভাবিকভাবেই। শনিবার ভোরের দিকে কলকাতাতেও হালকা কুয়াশা ছিল। হাওয়া অফিস জানিয়েছে, এই জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ মিটার থেকে ৯৯ মিটার পর্যন্ত নেমে আসতে পারে।
মৌসম ভবন জানিয়েছে, এবার শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অনেক রাজ্যেই স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর–পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশার দাপটের সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সঙ্গে ৩০–৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টিতে ভিজতে পারে তামিলনাড়ু, পণ্ডিচেরি।