• কলকাতায় চালু ‘ট্রি অ্যাম্বুলেন্স’, গাছ বাঁচাতে পুরসভার অভিনব উদ্যোগ
    আজ তক | ০৬ ডিসেম্বর ২০২৫
  • কলকাতার রাস্তায় এবার দেখা মিলবে এক অভিনব উদ্যোগের, ‘ট্রি অ্যাম্বুলেন্স’। গাছের পরিচর্যা, সুরক্ষা এবং জরুরি চিকিৎসার জন্য বিশেষ পরিষেবা হিসেবে এই অ্যাম্বুলেন্স চালু করল কলকাতা পুরসভা। শুক্রবার নজরুল মঞ্চের সামনে এক অনুষ্ঠানে অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ ও রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার।

    পুরসভার মতে, এই বিশেষ অ্যাম্বুলেন্স শহরের বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়া, হেলে যাওয়া বা রোগগ্রস্ত গাছের দ্রুত চিকিৎসার কাজ করবে। যেমন মানুষের অ্যাম্বুলেন্সে থাকে জরুরি চিকিৎসা সরঞ্জাম, তেমনই ট্রি অ্যাম্বুলেন্সে থাকবে গাছের পরিচর্যার জন্য প্রয়োজনীয় সামগ্রী, সার, মাটি, প্রুনিং টুলস, সাপোর্টিং স্ট্যান্ড ইত্যাদি। সঙ্গে থাকবেন উদ্ভিদবিদ, পুরসভার গাছকাটার কর্মী ও বিশেষজ্ঞ দল।

    এই উদ্যোগের জন্য নিজের বিধায়ক তহবিল থেকে ১২ লক্ষ টাকা বরাদ্দ করেছেন দেবাশিসবাবু। তাঁর দাবি, ভারতে মাত্র তিনটি ট্রি অ্যাম্বুলেন্স আছে, এবং পূর্ব ভারতের মধ্যে এটি শুধুমাত্র কলকাতাতেই চালু হল।

    এই অ্যাম্বুলেন্সের মূল কাজগুলো হল, শহরের যে কোনও প্রান্তে গাছ ভেঙে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা সরানোর সহায়তা করা। রোগগ্রস্ত গাছের চিকিৎসা করা। হেলে পড়া গাছকে সাপোর্ট দিয়ে স্থির করা। মৃতপ্রায় গাছ বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। গাছের গোড়ায় মাটি ও সার দেওয়ার জরুরি কাজ করা।

    পুরসভার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই শহরের শতাধিক রোগাক্রান্ত গাছ চিহ্নিত করা হয়েছে। প্রথম দফায় সেই গাছগুলির দেখভালের কাজেই নেমে পড়বে ট্রি অ্যাম্বুলেন্স। উদ্যোগটি সফল হলে ভবিষ্যতে আরও কয়েকটি ট্রি অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করা হবে।

     
  • Link to this news (আজ তক)