• কলকাতায় মরশুমের শীতলতম দিন, সপ্তাহান্তে শীতের ঝোড়়ো ব্যাটিং
    প্রতিদিন | ০৬ ডিসেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং। হু হু করে কমছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার মরশুমের শীতলতম দিনের সাক্ষী কলকাতা। তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। জেলায় জেলায় ক্রমশ বাড়ছে শীতের কামড়। আগামী কয়েকদিন এমন আবহাওয়া জারি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, হু হু করে বাংলায় ঢুকছে পশ্চিমের শীতল হাওয়া। আগামী সাতদিন রাজ্যে শুষ্ক আবহাওয়া। কলকাতায় শনিবার মরশুমের শীতলতম দিন। তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০-৮৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস। জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। তাপমাত্রার ওঠানামার ফলে কুয়াশার সম্ভাবনা। ভোরের দিকে দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আবহাওয়া প্রায় একইরকম থাকবে। তাপমাত্রায় বড়সড় হেরফেরের কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ বজায় থাকবে। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। সকালে ও রাতে শীতের আমেজ বেশি উপভোগ করা যাবে। দিনের বেলায় তুলনামূলক শীতের অনুভূতি কম। দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে। ভোরের দিকে দু-এক জায়গায় কুয়াশার সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কুয়াশার সম্ভাবনা বেশি। সপ্তাহান্তে পার্বত্য এলাকায় বাড়বে কুয়াশার সম্ভাবনা রয়েছে।

    বাংলার মতো ভিনরাজ্যেও জাঁকিয়ে শীতের আমেজ। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশার দাপটের সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টিতে ভিজতে পারে তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকালে। 
  • Link to this news (প্রতিদিন)