• উড়ান বাতিলের জেরে ফিরলাম ২৪ ঘণ্টা পরে
    আনন্দবাজার | ০৬ ডিসেম্বর ২০২৫
  • অভ্রতোষ মজুমদার (সিনিয়র অ্যাডভোকেট, কলকাতা হাই কোর্ট)

    দিল্লিতে এসেছিলাম সুপ্রিম কোর্টে মামলা লড়তে। আমি এবং আমার এক জুনিয়র। মামলার কাজ সেরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার ইন্ডিগোর উড়ানে কলকাতায় ফেরার কথা ছিল। সেই কলকাতায় ফিরলাম বটে। তবে ২৪ ঘণ্টা পরে! অন্যসংস্থার উড়ানে।

    বৃহস্পতিবার কাজ সেরে দিল্লি এয়ারপোর্টের উদ্দেশে রওনা দিয়েছিলাম। বিকেল সাড়ে চারটে নাগাদ মেসেজ এল, উড়ান বাতিল করেছে ইন্ডিগো!

    উড়ান বাতিল শুনেও দিল্লি বিমানবন্দরে গিয়েছিলাম। টিকিটের টাকা ফেরত পেতে বিমানবন্দরে উড়ান সংস্থার কাউন্টারে লাইন দিই। কাউন্টারেও লম্বা লাইন। দু’ঘণ্টা লাইনে ঠায় দাঁড়িয়ে থেকে টাকা ফেরতেরআবেদন (রিফান্ড প্রসেস ইনিশিয়েসন)জমা দিই। এরপর রাতে থাকার হোটেলের বন্দোবস্তও করতে হয়েছে।

    হোটেল খুঁজতে গিয়েও কালঘাম ছুটেছে। একে তো বিয়ের মরসুুম।তার উপরে দিল্লি থেকে ইন্ডিগোর একের পর এক উড়ান বাতিল। স্বাভাবিক ভাবেই হোটেলের চাহিদা মাত্রাছাড়া। বহু খুঁজে পেতে একটি হোটেলের বন্দোবস্ত করি। রাতে সেখানেই ছিলাম দু’জনে। এত উড়ান বাতিল হওয়ায় প্রচুর মানুষ দুর্ভোগে পড়েছেন। আমারও তো গোটা একটা দিন (শুক্রবার) নষ্ট হল!তবুও কপাল জোরে শুক্রবার রাতে দিল্লি থেকে কলকাতায় ফেরার জন্য এয়ার ইন্ডিয়ার একটি বিমানের দু’জনের টিকিট পেয়েছিলাম। তবে ইন্ডিগোর উড়ান বাতিলের ফলে টিকিটের চাহিদা মাত্রাতিরিক্ত বেড়েছে। দামও কয়েক গুণ বেড়েছে। মাথাপিছু ৩৫-৩৭ হাজার টাকায় টিকিট বিক্রি হচ্ছে।

    শুক্রবার দুপুরে হোটেল থেকে বেরোই। দিনভর দিল্লিতেই ছিলাম। সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে ঢুকি। তারপর রাতের উড়ানে কলকাতা।
  • Link to this news (আনন্দবাজার)