• শীতের মরসুমে বাইক রেস নিয়ে সতর্কতা লালবাজারের
    আনন্দবাজার | ০৬ ডিসেম্বর ২০২৫
  • রাতের শহরে অতীতে একের পর এক দুর্ঘটনার সময়ে যুবকদের মধ্যে মোটরবাইক রেসের কথা জানা গিয়েছিল। বিশেষ করে উড়ালপুল এবং ফাঁকা রাস্তায়। সেই দৌরাত্ম্যে রাশ টানতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছিল লালবাজার। শহরে ওই ধরনের মোটরবাইক রেস যাতে আবার শুরু না হতে পারে, তার জন্য কলকাতা পুলিশের ট্র্যাফিক গার্ডগুলিকে সতর্ক করল লালবাজার। সম্প্রতি ট্র্যাফিক পুলিশের এসি এবং ওসিদের একটি বৈঠকে মোটরবাইক রেস নিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন আধিকারিকরা। যেখানে রাতের শহরে, বিশেষ করে মা, এজেসি এবং চিৎপুর উড়ালপুলের মতো জায়গায় যাতে কোনও ভাবেই রেস হতে না পারে, তার জন্য নজরদারি চালানোর জন্য বলা হয়েছে। যদিও রাতে বেপরোয়া গতিতে উড়ালপুল দিয়ে বাইক চালিয়ে যাওয়ার অভিযোগ মাঝেমধ্যেই মিলছে বলে সূত্রের খবর।

    ট্র্যাফিক পুলিশের এক আধিকারিক জানান, উড়ালপুলের মুখে পুলিশকর্মীরা থাকেন। এর সঙ্গেই গোটা উড়ালপুল জুড়েই সিসি ক্যামেরার নজরদারি থাকে। কাউকে বেপরোয়া ভাবে গাড়ি চালাতে দেখলেই তাঁর বিরুদ্ধে ট্র্যাফিক আইন অমান্য করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে বলে তিনি জানান।

    তবে, পুলিশ রাতের শহরে বহু জায়গায় গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য গার্ডরেল বসিয়ে, বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি করলেও বেপরোয়া ভাবে হেলমেটহীন অবস্থায় বাইক চালানোর অভিযোগ সামনে আসছে। সম্প্রতি মোটরবাইক রেসের কোনও প্রমাণ পুলিশকর্তারা না পেলেও যাতে বড় দুর্ঘটনা না ঘটে, তার জন্য আগেভাগেই বাহিনীকে সতর্ক করা হল বলে মনে করছেন পুলিশের একাংশ। মদ্যপান করে গাড়ি চালানো এবং বেপরোয়া ভাবে ও অবহেলা করে গাড়ি চালানোর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে। লাগাতার ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে হেলমেটহীন বাইকচালকদের বিরুদ্ধেও।
  • Link to this news (আনন্দবাজার)