• ‘শুধু নেহরুকে মুছে ফেলা নয়, ওদের লক্ষ্য…’, BJP-কে নজিরবিহীন আক্রমণ সোনিয়ার
    এই সময় | ০৬ ডিসেম্বর ২০২৫
  • দীর্ঘদিন পরে প্রকাশ্য ভাষণে কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে কঠোর আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। শুক্রবার দিল্লির ‘জওহর ভবন’-এ ‘নেহরু সেন্টার ইন্ডিয়াট-র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে ওঠেন তিনি। সেখানেই তাঁর মন্তব্য, ‘দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাজ, অবদান নিয়ে সমালোচনা বা বিশ্লেষণকে স্বাগত। কিন্তু সচেতন ভাবে তাঁর ভাবনা, লেখা এবং ইতিহাসকে বিকৃত করা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।’

    নাম না করেই এ দিন বিজেপিকে নিশানা করেছেন এই কংগ্রেস সাংসদ। তিনি বলেন, ‘আজ যাঁরা ক্ষমতায় রয়েছেন, তাঁদের অন্যতম লক্ষ্যই হলো নেহরুকে কলঙ্কিত করা। শুধু তাই নয়, যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ভিত্তির উপরে আমাদের দেশ দাঁড়িয়ে রয়েছে, তা ধ্বংসই লক্ষ্য।’

    সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিলেন, আম জনতার টাকা দিয়ে বাবরি মসজিদ তৈরি করতে চেয়েছিলেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। আর তাতে বাধ সেধেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। প্যাটেলের ১৫০তম জন্মদিন উপলক্ষে ভদোদরা থেকে এই বার্তা দেন তিনি। রাজনাথের এই মন্তব্যে ফুঁসে উঠেছিল কংগ্রেস। তা মিথ্যে বলে দাবি করা হয়েছিল। সেই মন্তব্যের তিন দিনের মাথায় সোনিয়ার এই বার্তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, মতামত ওয়াকিবহাল মহলের।

    নেহরু যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে তাঁর ভূমিকা ছিল, সেই নিয়ে আলোচনার জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন সোনিয়া। তাঁর আরও বার্তা, ‘সামনের রাস্তা সহজ নয়। কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া উপায় নেই।’

  • Link to this news (এই সময়)