• ঘন-ঘন চুরি যাচ্ছে বাইক-স্কুটি! অতিষ্ট উত্তরপাড়া
    আজকাল | ০৬ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তরপাড়া পুরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের একটি আবাসনের বাসিন্দা অমিতাভ চ্যাটার্জির সখের রয়াল এনফিল্ড বাইকটি গত ১ ডিসেম্বর বিকেলে চুরি হয়। সেদিনই তিনি উত্তরপাড়া থানায় অভিযোগ জানান। পুলিশ তদন্ত শুরু করলেও বাইক উদ্ধার করতে পারেনি।

    সখের বাইক খুঁজে পেতে তাই অমিতাভ চ্যাটার্জি আবাসনের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া এক সন্দেহভাজন ব্যক্তির ছবি আর বাইকটির ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই পোস্ট অনুসারে, ছবি দেখে বাইকের খোঁজ মিললে খবরদাতাকে আর্থিক পুরস্কার দেওয়া হবে।

    অমিতাভ জানান,বাইকটি শখের হলেও কাজের।বাইক ছাড়া তাঁর চলে না। বিগত কয়েকদিন ধরে তিনি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। গত এক তারিখ বিকেল তাঁর বুলেটটি চুরি হওয়ার পর তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। উত্তরপাড়া থানার পুলিশ পরবর্তী সময়ে তদন্তে নামলেও তাঁর বাইকের কোনও সন্ধান এখনও পর্যন্ত দিতে পারেনি। সেই কারণে তিনি ফেসবুক-সহ একাধিক সমাজ মাধ্যমে বাইক ও সন্দেহ ভাজনের ছবি শেয়ার করেছেন। সত্যি সত্যিই যদি কোন ব্যক্তি খোঁজ দিতে পারে তাহলে তিনি খবরদাতাকে পুরস্কৃত করবেন।

    সমাজ মাধ্যমে এই পোস্ট দেখার পরেই উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব অমিতাভ বাবুর সঙ্গে যোগাযোগ করেন। গোটা ঘটনা জানতে চান। এরপর বাইকটির সন্ধানে পুলিশে তদন্ত কিছুটা হলেও অগ্রগতি হয়েছে। 

    উত্তরপাড়া থানায় এলাকায় বেশ কয়েক বছর ধরে চোরের উপদ্রব বেড়েছে। ফাঁকা বাড়ি পেলেই চুরি হচ্ছে। বাইক ,স্কুটি চুরির সংখ্যাও ইদানিং বৃদ্ধি পেয়েছে উত্তরপাড়া থানা এলাকায়। বেশ কয়েকবার চোর ধরাও পরেছে। ছাড়া পেয়ে আবারও সক্রিয় হয়ে ওঠে তারা। শীতের শুরুতে উত্তরপাড়া থানা এলাকায় একাধিক বাইক, স্কুটি চুরির ঘটনা ঘটছে। এই চুরির ঘটনা আবারও নতুন করে মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে পুলিশের।
  • Link to this news (আজকাল)