• বাঁকুড়ার ৭৯ আদিবাসী SIR-এ নাম তুলছেন না, মাঝি সরকারেই আস্থা
    আজ তক | ০৬ ডিসেম্বর ২০২৫
  • পশ্চিমবঙ্গের বাঁকুড়ার মুচিকাটা ও ভেদুয়াশোল গ্রামের ৭৯ জন আদিবাসী বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় অংশ নেওয়া থেকে বিরত থেকেছেন। তারা জানিয়েছেন, তারা ‘সমাজবাদ আন্তঃরাজ্য মাঝি সরকার’-এর প্রতি আনুগত্যবোধ প্রকাশ করতে চান এবং ভারত সরকারের নাগরিক হিসেবে নিজেদের নাম নিবন্ধন করতে চাইছেন না।

    ব্লক প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা তাঁদের বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আদিবাসীরা তাদের অবস্থান থেকে সরে আসেননি। একজন স্থানীয় বাসিন্দা বলেছেন, 'আমরা দুই পায়ে হাঁটি না। মাঝি সরকারের কাছে আমাদের নাম নিবন্ধিত হলে আমরা ভারত সরকারের নাগরিক হিসেবে থাকব না।'

    রানিবাঁধের বিডিও আনিশা যশ এবং খাতড়ার এসডিপিও অভিষেক যাদব ভোটার নিবন্ধনের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা গ্রাম পুনরায় পরিদর্শন করে সচেতনতামূলক প্রচারণা চালাবেন, যাতে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির গুরুত্ব বোঝানো যায়।

    ভারতের নির্বাচন কমিশন SIR পরিচালনা করছে যাতে সকল যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং কোনও অযোগ্য ভোটার তালিকাভুক্ত না হয়। SIR মহড়া ইতিমধ্যেই উত্তর প্রদেশ, আন্দামান ও নিকোবর, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে।

    আগামী বছর কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম ও পন্ডিচেরি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। SIR প্রক্রিয়া ১১ ডিসেম্বর শুরু হবে, ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। অভিযোগ ও আপত্তি ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে এবং চূড়ান্ত ভোটার তালিকা ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।

     
  • Link to this news (আজ তক)