রাজ্য পুলিশের একাধিক পদে মোটা বেতনের চাকরি, এখানে ক্লিক করে আবেদন করুন
আজ তক | ০৬ ডিসেম্বর ২০২৫
বাঁকুড়ায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগে অ্যাডিশনাল ইনস্পেক্টর নিয়োগ হচ্ছে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই নিয়োগ হচ্ছে জেলার ব্লক ডেভেলপমেন্ট অফিসারের তরফে। সাতটি শূন্যপদ রয়েছে।
চুক্তিভিত্তিতে অ্যাডিশনাল ইনস্পেক্টর নিয়োগ
জেলায় চুক্তির ভিত্তিতে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে নিয়োগ হবে। এক বছরের চুক্তি থাকবে প্রথমে। পরে মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।
বেতন কত?
চুক্তিভিত্তিক অ্যাডিশনাল ইনস্পেক্টরদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ১২ হাজার টাকা বেতন দেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন?
এই পদে আবেদন করতে পারবেন ইনস্পেক্টর, এক্সটেনশন অফিসার, ব্লক স্তরে হেড ক্লার্ক বা অন্য পদ থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা।
আবেদনের বয়সসীমা কত?
আবেদনকারীরর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি দেখুন।
কীভাবে নিয়োগ হবে?
ইন্টারভিউ হবে ২৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টায়। ইন্টারভিউ কোথায় হবে তা বিজ্ঞপ্তিতে বিস্তারিত রয়েছে। কী কী নথি প্রয়োজন তাও দেখা যাবে।