• পঞ্চম দিনেও কাটেনি সংকট! আজও বাতিল ইন্ডিগোর ৪০০ উড়ান, যাত্রী ভোগান্তি নিয়ে মামলা
    বর্তমান | ০৬ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ৬ ডিসেম্বর: পাঁচদিন হতে চলল, এখনও অব্যাহত ইন্ডিগো সংকট। শনিবার সকাল থেকে এখনও চার শতাধিক উড়ান বাতিলের খবর পাওয়া গিয়েছে। দিল্লি, মুম্বই, আমেদাবাদ, পুনে, বেঙ্গালুরু, হায়দরাবাদ। দেশের প্রতিটি প্রধান শহরের বিমানবন্দরে চূড়ান্ত নাকাল হতে হচ্ছে যাত্রীদের। বাদ পড়েনি কলকাতা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে উড়ান বাতিলের খবর পেয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় অনেক যাত্রীকে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে মামলা হলো সুপ্রিম কোর্টে। যাত্রীদের স্বার্থ রক্ষায় দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে আবেদনটি করা হয়েছে।

    এদিন নয়াদিল্লির আইজিআই বিমানবন্দর থেকে ইন্ডিগোর ৮৬টি ঘরোয়া উড়ান বাতিলের খবর পাওয়া গিয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ১৯টি উড়ান। এছাড়া মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ১০৯টি উড়ান। 

    দক্ষিণের শহর বেঙ্গালুরু থেকে এদিন ৫০টি ঘরোয়া রুটের উড়ান বাতিল করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। হায়দরাবাদের ক্ষেত্রে সংখ্যা আরও বেশি। প্রায় ৭০। শুধুমাত্র শুকনো ক্ষমা প্রার্থনা করেই দায়িত্ব ঝেড়ে ফেলেছে দেশের বৃহত্তম বিমান সংস্থাটি।
  • Link to this news (বর্তমান)