• বিমান ভাড়া আকাশছোঁয়া, রাশ টানতে নয়া নির্দেশিকা কেন্দ্রের
    বর্তমান | ০৬ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ৬ ডিসেম্বর: ইন্ডিগো সংকটের জেরে বিমান ভাড়া আকাশ ছুঁয়েছে। ডায়নামিক ফেয়ারের সুযোগে নিজেদের ইচ্ছেমতো টিকিটের দাম হাঁকাচ্ছে বিমান সংস্থাগুলি । এনিয়ে প্রবল সমালোচনার জেরে চাপে পড়ে এবার নড়েচড়ে বসল মোদি সরকার। কেন্দ্র জানাল, উড়ান বিপর্যয়ের সুযোগ নিয়ে খেয়ালখুশি মতো ফ্লাইটের ভাড়া নেওয়া যাবে না। টিকিটের দামে রাশ টানতে হবে। শনিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।এদিন দিল্লি থেকে ভোপাল পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ভাড়া ২৪০০০ থেকে ৫২০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। ইন্ডিগো ছাড়া অন্যান্য বিমানে আগামীকাল, রবিবারের দিল্লি-মুম্বইয়ের ভাড়াও বিপুল বেড়েছে। ২১৫৭৭ থেকে ৩৯০০০ টাকা। আবার ২০০০০ থেকে ৩০০০০ টাকা হয়েছে বেঙ্গালুরু থেকে কলকাতার একপিঠের টিকিটের দাম। চেন্নাই থেকে দিল্লি যেতে গেলে লাগছে প্রায় ২১০০০ টাকা।এদিকে, পাঁচ দিন হতে চলল, এখনও অব্যাহত ইন্ডিগো বিভ্রাট। শনিবার সকাল থেকে এখনও চার শতাধিক উড়ান বাতিলের খবর পাওয়া গিয়েছে। দিল্লি, মুম্বই, আমেদাবাদ, পুনে, বেঙ্গালুরু, হায়দরাবাদ। দেশের প্রতিটি প্রধান শহরের বিমানবন্দরে চূড়ান্ত নাকাল হতে হচ্ছে যাত্রীদের। বাদ পড়েনি কলকাতা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে উড়ান বাতিলের খবর পেয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় অনেককে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে মামলা হল সুপ্রিম কোর্টে। যাত্রী স্বার্থ রক্ষায় দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে আবেদনটি করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)