দিল্লিতে মুদিখানা দোকানে ভয়াভহ আগুন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হল দম্পতির । দুর্ঘটনাটি ঘটেছে রাজধানীর তিকরি কলান এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ওই দোকানে আচমকা আগুন লেগে যায়। সেই সময় ভিতরেই ছিলেন দোকানের মালিক ও তাঁর স্ত্রী। ধোঁয়ায় ভরে যায় চারপাশ। দোকানেই আটকে পড়েন দুজনে। বেরনোর চেষ্টা করলেও পারেনি। আগুন দেখে প্রতিবেশিরা খবর দেয় দমকলকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও পুলিশ। দম্পতিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে ঠিক কারণে আগুন লাগল তা স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরে আগুন লেগে যায়। দোকানে প্রচুর পরিমানে দাহ্য বস্তু মজুত ছিল। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।