• কলকাতায় তাপমাত্রা নামল ১৪ ডিগ্রির ঘরে, কাঁপছে শান্তিনিকেতন
    বর্তমান | ০৬ ডিসেম্বর ২০২৫
  • কলকাতা, ৬ ডিসেম্বর: ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীতের ঝোড়ো ব্যাটিং শুরু। আজ, শনিবার মরশুমের শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা নামল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম। এদিন সকাল থেকে বইছে উত্তর-পশ্চিমের ঠান্ডা বাতাস। ভোরে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে হয় আকাশ। ফলে রাতে আরও ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন পারদ কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ ডিগ্রি এবং ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিও ঠান্ডায় জবুথবু। সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। বীরভূমের শ্রীনিকেতন আজও দক্ষিণবঙ্গের শীতলতম স্থানগুলির মধ্যে জায়গা করে নিয়েছে। শ্রীনিকেতনের তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার তাপমাত্রা কমে ১০.৯ ডিগ্রি ও পুরুলিয়ার তাপমাত্রা ১২.৪ ডিগ্রি ।আলিপুরের পূর্বাভাস আরও বলছে, আগামী দিন দুয়েকের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমবে। তারপর দিন পাঁচেক পরিস্থিতির বিশেষ কোনও পরিবর্তন হবে না। পাশাপাশি উত্তরবঙ্গে ঠান্ডার দাপট জারি রয়েছে। দার্জিলিং শহরের সর্বনিম্ন তাপমাত্রা কমে ৬ ডিগ্রি হয়েছে। দিনসাতেক উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না।
  • Link to this news (বর্তমান)