মন্ত্রীর তত্ত্বাবধানে পুরুলিয়া ও বাঁকুড়ায় গতি পেল এসআইআর–এর কাজ
দৈনিক স্টেটসম্যান | ০৬ ডিসেম্বর ২০২৫
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুরুলিয়া ও বাঁকুড়ায় এসেছেন মন্ত্রী মানস ভুঁইয়া। এই দুই জেলায় কাজ তদারকি করতে এসে তিনি দেখতে পান, এসআইআর–এর কাজে বেশ কিছু গ্যাপ রয়েছে। তবে মানুষের সহযোগিতা, কর্মীদের পরিশ্রম ও নেতৃত্বের কঠিন আবেগ ও পর্যবেক্ষণের ফলে পুরুলিয়া ও বাঁকুড়ায় এসআইআর–এর কাজ ভালো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি বুথে দুটি করে মিটিং করা হয়েছে। এই মিটিংয়ে এসআইআর নিয়ে বিজেপির চক্রান্তের বিষয়ে মানুষকে জানানো হয়েছে। পাশাপাশি রাজ্য সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছেন সেই সবও জানানো হয়েছে।
ব্লকভিত্তিক হিসেবে বাঁকুড়ার ইন্দপুর ব্লক থেকে সবথেকে বেশি এসআইআর সংক্রান্ত তথ্য দিদির দূত অ্যাপে আপলোড হয়েছে, ৯৯.০৩ শতাংশ। এছাড়াও বাঁকুড়া টাউন ও বাঁকুড়া ১ নম্বর ব্লকে যথাক্রমে ৯৫.০৪ ও ৯৬.৪৬ শতাংশ তথ্য আপলোড হয়েছে। পুরুলিয়ায় ব্লক ভিত্তিক হিসাব অনুযায়ী, পুঞ্চাতে সবথেকে বেশি তথ্য ডিজিটাইজেশনের কাজ হয়েছে, ৯৯.৮২ শতাংশ। পুরুলিয়া ও রঘুনাথপুর ২ ব্লকে সব থেকে কম কাজ হয়েছে, যথাক্রমে ৯২.৯৯ শতাংশ ও ৯২.৫৬ শতাংশ।