• মুদিখানা দোকানে আগুন! বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু যুবক-যুবতীর
    প্রতিদিন | ০৬ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুদিখানা দোকানে আগুন। বেরনোর চেষ্টা করেও ব্যর্থ! দোকানে আটকে পড়ে বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু মালিক-মালকিনের। শুক্রবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম বিনীত ও রেণু। তাঁরা উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা। দম্পতি রাজধানীর তিকরি কলান এলাকায় মুদিখানা দোকান চালাতেন। শুক্রবার রাতে তাঁদের দোকানে আগুন লাগে। দোকানে অনেক দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ভরে যায় দোকান। ভিতরে আটকে পড়েন দু’জনেই। বেরনোর চেষ্টা করলেও পারেননি। স্থানীয়রা খবর দেন পুলিশ ও দমকলে। তাঁরা দুইজনকে উদ্ধার করে অস্কার হাসপাতালে নিয়ে গেলে বিনীত ও রেণুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

    তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক অনুমান দোকানে শর্ট সার্কিটের জেরে আগুন লেগে যায়। প্রচুর প্লাস্টিক মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের থেকে গোটা দোকান ধোঁয়ায় ভরে যায়। ভিতরেই আটকে পড়েন দম্পতি। তাতেই দম আটকে মৃত্যু হয়েছে তাঁদের। মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)