সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুমায়ুন কবীরের (Humayun Kabir) বাবরি শিলান্যাস নিয়ে অশান্তির আশঙ্কা। কলকাতা হাই কোর্টের নির্দেশমতো এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তৎপর রাজ্য প্রশাসন। শুক্রবার বেলা বাড়তে না বাড়তেই এলাকায় পৌঁছয় ব়্যাফ ও পুলিশ। চলে টহলদারি। শনিবার সকালে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। এদিকে, ইতিমধ্যে বাবরি মসজিদের শিলান্যাসের জন্য নির্বাচিত জমিতে পৌঁছে গিয়েছেন খোদ হুমায়ুন কবীর। ভিনজেলা থেকে আসা প্রত্য়েককে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন তিনি।
একটি ২৫ বিঘা জমিতে মসজিদের শিলান্যাসের অনুষ্ঠান হচ্ছে। যেখানে প্রায় ৩ লক্ষ মানুষ জমায়েত হবে বলেই দাবি হুমায়ুনের (Humayun Kabir)। এই জমিটি আবার ১২ নম্বর জাতীয় সড়কের গা ঘেঁষা। এই রাস্তাটি উত্তর এবং দক্ষিণবঙ্গের লাইফলাইন। তাই এই রাস্তা যাতে কোনওভাবে অবরুদ্ধ না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত এলাকায় ২৫০ ব়্যাফ মোতায়েন করা হয়েছে। ১জন এসপি এবং ১ জন এএসপি নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এছাড়া ডিএসপি, ইনস্পেক্টর এবং সাব ইনস্পেক্টর মিলিয়ে ১০০ জন অনুষ্ঠানস্থলে রয়েছেন। এছাড়া নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশরাও। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ৩০ জন আধিকারিক রয়েছেন সভাস্থলে।
জানা গিয়েছে, ইতিমধ্যে ক্যানিং, সন্দেশখালি, ভাঙড়, ইটাহার, সুন্দরবন, বিষ্ণুপুর এবং দেগঙ্গা থেকে বহু মানুষ ভিড় জমিয়েছেন হুমায়ুনের (Humayun Kabir) বাবরি মসজিদ শিলান্যাসের অনুষ্ঠানে। কেউ হেঁটে, কেউবা গাড়ি চড়ে ইট নিয়ে আসছেন অনুষ্ঠানস্থলে। সৌদি থেকে ধর্মগুরু এসেছেন বলেও খবর।
হুমায়ুন কবীর অনুষ্ঠানস্থলে পৌঁছে জানান, সকাল ১০টা থেকে কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। বেলা ১২টায় ভিত্তিপ্রস্তর স্থাপনের মূল অনুষ্ঠান। প্রায় ঘণ্টাদুয়েক ঘরে চলবে অনুষ্ঠান। এরপর খাওয়াদাওয়া হবে। পুলিশের কথামতো বিকেল চারটেয় অনুষ্ঠান শেষ হবে। বলে রাখা ভালো, শুক্রবার স্থানীয় পুলিশকর্তাদের সঙ্গে কথা বলেন হুমায়ুন। শান্তিরক্ষায় পুলিশ পাশে আছে বলে জানান তিনি। ভিনজেলা থেকে আসা প্রত্যেককে শান্তিরক্ষার আহ্বান জানান হুমায়ুন।
শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাহি আয়োজন করা হয়েছে। সবমিলিয়ে খরচ প্রায় ৬০-৭০ লক্ষ টাকা। সূত্র বলছে, রান্নার দায়িত্বে রয়েছে ৭টি কেটারিং সংস্থা। তৈরি হচ্ছে শাহী বিরিয়ানি। মঞ্চ তৈরিতে খরচ পড়েছে কমপক্ষে ১০ লক্ষ টাকা। সবদিক সামলে রাখার জন্য কমপক্ষে ২ থেকে ৩ হাজার স্বেচ্ছাসেবক রয়েছেন।