ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে অথৈ জলে যাত্রীরা। একদিকে পরপর উড়ান বাতিল, অন্যদিকে আকাশছোঁয়া চাহিদা, এই দুইয়ের ধাক্কায় ব্যাপক দাম বেড়েছে উড়ানের ভাড়ায়। তা নিয়ে বিস্তর অভিযোগ ওঠার পরেই আসরে কেন্দ্র। ফ্লাইটের টিকিটের দাম যাতে বেলাগাম না হয়, তার জন্য ক্যাপিং করে দিয়েছে কেন্দ্র।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মহল X পোস্টে একটি বিজ্ঞপ্তি শেয়ার করেছেন। সেখানে লেখা হয়েছে, সাধারণ জনগণের কথা ভেবে বেলাগাম দাম বৃদ্ধি রুখতে ক্যাপিং করা হয়েছে কেন্দ্রের তরফে। কত দূরত্বের জন্য সর্বাধিক কত টাকা ভাড়া নেওয়া যাবে, তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
৫০০ কিমি পর্যন্ত: সর্বাধিক ৭৫০০ টাকা
৫০০-১০০০ কিমি: সর্বাধিক ১২০০০ টাকা
১০০০-১৫০০ কিমি: সর্বাধিক ১৫০০০ টাকা
১৫০০ কিমি-র বেশি: সর্বাধিক ১৮০০০ টাকা
এই তালিকায় যে অঙ্কের কথা বলা হয়েছে, তার সঙ্গে প্রয়োজনীয় বাকি কর এবং অন্যান্য খরচ যোগ হবে। বিজ়নেস ক্লাসের জন্য এই ক্যাপিং কার্যকর হবে না। এছাড়াও, RCS Udaan ফ্লাইটের জন্য এই ক্যাপিং কার্যকর হবে না।
এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে বুকিং করা হোক বা কোনও অনলাইন ট্রাভেল এজেন্ট প্ল্যাটফর্ম, এই ক্যাপিং সর্বত্র কার্যকর হবে।