• পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা, রবিবার ব্লু ও গ্রিন লাইনে আরও আগে মেট্রো
    এই সময় | ০৬ ডিসেম্বর ২০২৫
  • ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা ৭ ডিসেম্বর, রবিবার। তার জন্য ব্লু লাইন ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চালাবে কলকাতা মেট্রো।

    ৭ ডিসেম্বর, রবিবার সকাল ৮টা থেকে মেট্রো চলবে ব্লু লাইনে। ওই দিন, ওই লাইনে ১৩০টি মেট্রোর বদলে ১৩৬টি মেট্রো চলবে (৬৮টি আপ ও ডাউন মেট্রো)। সকাল ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত ২০ মিনিট অন্তর আপ ও ডাউন লাইনে মেট্রো চলবে। মেট্রোর সংখ্যা বৃদ্ধি হলেও লাস্ট মেট্রোর সময় বদলাচ্ছে না।

    সকাল ৯টার বদলে সকাল ৮টায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে প্রথম মেট্রো ছাড়বে।

    সকাল ৯টা ৪ মিনিটের বদলে সকাল ৮টা ৫ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম মেট্রো ছাড়বে।

    রাত সাড়ে ৯টায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের মেট্রো ছাড়বে

    রাত ৯টা ৩৩ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে মেট্রো ছাড়বে

    রাত ৯টা ৪৩ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের দিকে যাবে

    ৭ ডিসেম্বর, রবিবার গ্রিন লাইনে সকাল ৮টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। এ দিন, ১০৪টি পরিষেবার বদলে ১১০টি মেট্রো পরিষেবা (৫৫টি আপ ও ডাউন মেট্রো) মিলবে। সকাল ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রো চলবে।

    সকাল ৯টার বদলে সকাল ৮টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের দিকে মেট্রো ছাড়বে

    সকাল ৯টা ২ মিনিটের বদলে সকাল ৮টায় সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের দিকে মেট্রো ছাড়বে

    গ্রিন লাইনে শেষ মেট্রোর সময় এ দিনের জন্য বদলাচ্ছে না

  • Link to this news (এই সময়)