উত্তরপ্রদেশে অভিযুক্তদের আদালতে তোলার বদলে এনকাউন্টার করা হয় বলে অভিযোগ বিরোধীদের। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। শনিবার হিন্দুস্তান টাইমস লিডালশিপ সামিটে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই বিতর্কই আরও উস্কে দিয়ে বললেন, ‘মেয়েদের সম্ভ্রম নিয়ে খেললে সোজা যমরাজের কাছে পাঠিয়ে দেওয়া হবে।’ শুধু তাই নয়, খুব শীঘ্রই উত্তরপ্রদেশ ১ ট্রিলিয়ন ডলারের রাজ্য হতে চলেছে বলেও দাবি করেন তিনি।
মা-বোনেদের সম্মান নিয়ে খেললে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন যোগী। তাঁর স্পষ্ট কথা, ‘আমাদের মেয়েদের নিরাপত্তা নিয়ে যাঁরা ছিনিমিনি খেলবে, তাঁদের জন্য যমরাজ অপেক্ষা করবে। সোজা নরকের টিকিট কেটে দেওয়া হবে। অপরাধীকে তাঁর ভাষাতেই বোঝানো উচিত। আর আমরা সেটাই করছি।’
অপরাধীদের ‘সিস্টেমের বোঝা’ বলেও কটাক্ষ করেন যোগী। তিনি সোজা বলে দেন, ‘যাঁরা সিস্টেমের বোঝা,তাঁদের বোঝা থেকে পৃথিবীকে মুক্ত করতে হবে। এই বিষয়ে জ়িরো টলারেন্স।’ উত্তরপ্রদেশ এখন মাফিয়া-মুক্ত বলেও দাবি করেন তিনি।
নভেম্বরেই রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে যোগীও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘৫০০ বছর পরে রাম মন্দির নির্মাণ হয়েছে। তিনটি প্রজন্ম এই আন্দোলনের সঙ্গে যুক্ত। মুখ্যমন্ত্রী হিসাবে আমি সৌভাগ্যবান। এটা আমার ঐতিহ্য, দেশ এবং ধর্মের প্রতি কর্তব্য।’ রাম মন্দিরের পরে কাশীর জ্ঞানবাপী এবং মথুরার কৃষ্ণ জন্মভূমি নিয়েও চর্চা চলছে বিস্তর। এই নিয়ে যোগীর বক্তব্য স্পষ্ট, ‘আমরা সর্বত্র আছি। আমরা সর্বত্র পৌঁছে যাব।’
২০২৭ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং ২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর সঙ্গে উত্তরপ্রদেশকেও জুড়ে দিয়েছেন যোগী। তাঁর কথায়, ‘দেশের সবচেয়ে জনবহুল রাজ্য এগোলে তবেই এই লক্ষ্য অর্জন সম্ভব। ২০২৯-৩০ সালে ১ ট্রিলিয়ন এবং ২০৪৭ সালে ৬ ট্রিলিয়ন ডলার অর্থনীতির রাজ্য হওয়ার দিকে উত্তরপ্রদেশ এগোচ্ছে।’