• ‘মিটছে সমস্যা...’, ফ্লাইট পরিষেবায় বিঘ্ন নিয়ে নতুন কী জানালো Indigo?
    এই সময় | ০৭ ডিসেম্বর ২০২৫
  • পরিষেবার দিক থেকে দেশের সবচেয়ে বড় এয়ারলাইন্স ইন্ডিগো। সম্প্রতি মুখ থুবডে পড়েছিল সেটির পরিষেবা। একের পর এক ফ্লাইট বাতিল হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গোটা দেশের ফ্লাইট পরিষেবায় ব্যাপক ভোগান্তির সেই ছবি এ বার বদলাচ্ছে বলে দাবি করল ইন্ডিগো।

    শনিবার সংস্থার তরফে বলা হয়েছে, পরিষেবা ঠিক করার জন্য যে কাজ করা হচ্ছিল, তার ফল মিলছে। শুক্রবারের তুলনায় বাতিল হওয়া বিমানের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। সংস্থার তরফে দাবি করা হয়েছে গোটা নেটওয়ার্কের অন্তত ৯৫ শতাংশ ক্ষেত্রে সমস্যার সমাধান হয়েছে। Indigo বলেছে, ‘আজ দিনের শেষ পর্যন্ত ১৫০০ ফ্লাইট পরিষেবা দিতে পারব আমরা। নেটওয়ার্কের ৯৫ শতাংশ আগের মতোই স্বাভাবিক হয়েছে। ১৩৮টি ডেস্টিনেশনের মধ্যে ১৩৫টি ডেস্টিনেশনে আমরা পরিষেবা চালু করতে পেরেছি।’

    সংস্থা জানিয়েছে, শনিবার ফ্লাইট বাতিলের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। সাড়ে আটশোর নীচে নেমে গিয়েছে। আগামী দিনে সেই সংখ্যা আরও কমিয়ে ফেলা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সমস্যা এড়াতে বিমানবন্দর এবং বিমান পরিষেবার সঙ্গে যুক্ত বাকি সংস্থাগুলির সঙ্গে অনবরত যোগাযোগ রেখে চলা হচ্ছে জানিয়েছে সংস্থাটি।

  • Link to this news (এই সময়)