৫০০ কিমি পর্যন্ত ৭৫০০ টাকা, বিমানের ভাড়ায় লাগাম কেন্দ্রের
বর্তমান | ০৭ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি, ৬ ডিসেম্বর: রোগ নতুন নয়। উৎসবের মরশুম হোক কিংবা কোনও বিপর্যয়। রকেট গতিতে বাড়ে বিমানের ভাড়া। অতিরিক্ত টাকা খরচ করেই ফ্লাইটে চড়তে হয় যাত্রীদের। ইন্ডিগো সংকটে চাপের মুখে পড়ে এই বিষয়ে পদক্ষেপ নিতে বাধ্য হল মোদি সরকার। ভাড়ায় লাগাম টানতে এবার দূরত্বের ভিত্তিতে টিকিটের সর্বোচ্চ দামের সীমা বেঁধে দিল কেন্দ্র।আজ ,শনিবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, ৫০০ কিমির কম দূরত্বের জন্য সর্বোচ্চ ৭,৫০০ টাকা এবং ১৫০০ কিমির ওপরে হলে ১৮,০০০ টাকার বেশি ভাড়া নেওয়া যাবে না। এর সঙ্গে যুক্ত হবে কর ও অন্যান্য চার্জ।। যদিও এই ভাড়া প্রযোজ্য হবে কেবলমাত্র ঘরোয়া বিমান যাত্রার ক্ষেত্রে। এদিকে, কেন্দ্রের তরফে ইন্ডিগোকে নির্দেশ দেওয়া হয়েছে, বাতিল হওয়া ফ্লাইটের সমস্ত টিকিটের টাকা আগামীকাল ৭ ডিসেম্বর রাত ৮টার মধ্যে যাত্রীদের ফেরত দিতে হবে।আজও ইন্ডিগোর ভোগান্তি জারি রয়েছে। গোটা দেশে ৮০০-এর বেশি বিমান বাতিল হয়েছে। এদিন দিল্লি থেকে ভোপাল পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ভাড়া ২৪,০০০ থেকে ৫২,০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। ইন্ডিগো ছাড়া অন্যান্য বিমানে রবিবারের দিল্লি-মুম্বইয়ের ভাড়াও বিপুল বেড়েছে। ২১,৫৭৭ থেকে ৩৯,০০০ টাকা। আবার ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা হয়েছে বেঙ্গালুরু থেকে কলকাতার একপিঠের টিকিটের দাম। চেন্নাই থেকে দিল্লি যেতে গেলে লাগছে প্রায় ২১০০০ টাকা।