নয়াদিল্লি: অস্ত্র কারবারি সঞ্জয় ভাণ্ডারির আর্থিক তছরূপ মামলায় রবার্ট ওয়াধেরার বিরদ্ধে অতিরিক্ত চার্জশিট জমা দিতে চলেছে ইডি। আগামী ২৪ জানুয়ারি এসংক্রান্ত নথি জমা দেওয়ার অনুমতি দিয়েছেন দিল্লির একটি আদালতের বিশেষ বিচারক সুশান্ত চানগোটরা। উল্লেখ্য, ভাণ্ডারি আর্থিক দুর্নীতির মামলায় যোগ নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী ওয়াধেরাকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। গতমাসে এই মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছিল ইডি। সেখানে অভিযুক্তদের তালিকায় ওয়াধেরার নাম যুক্ত করা হয়। জানা গিয়েছে, ভাণ্ডারি বর্তমানে ব্রিটেনে থাকেন। সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে সামরিক চুক্তি থেকে বেআইনিভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসংক্রান্ত মামলায় ভারতের ‘ওয়ান্টেড’ তালিকায় ভাণ্ডারির নাম রয়েছে। বৃহত্তর তদন্তে সন্দেহভাজন লেনদেনে নাম জড়িয়েছে ওয়াধেরারও।