ভারতে থাকা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকে: জয়শংকর
বর্তমান | ০৭ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি: ইতিমধ্যেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। তাঁকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আওয়ামি লিগ নেত্রীর প্রত্যর্পণ চেয়ে নয়াদিল্লিকে চিঠিও পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, হাসিনা যতদিন চান ততদিন কি ভারতে থাকতে পারবেন? শনিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তারই জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর বক্তব্য, এনিয়ে হাসিনাকেই মন স্থির করতে হবে। দেশে ফেরার বিষয়টি নিয়ে তিনি নিজে সিদ্ধান্ত নেবেন। এদিন জয়শংকর বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ আলাদা। শেখ হাসিনা একটি নির্দিষ্ট পরিস্থিতির শিকার হয়ে ভারতে এসেছিলেন। আবারও বলছি, এটা এমন একটি বিষয় যে তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে। দেশে ফেরা বা ভারতে থাকা নিয়ে মন স্থির করবেন হাসিনা। অদূর ভবিষ্যতে ভারত-বাংলাদেশের ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আশা প্রকাশ করেছেন জয়শংকর।