সংবাদদাতা, হলদিবাড়ি: ডাইনিং শেড নেই। তাই স্কুলের বারান্দায় বসে শীত-গ্রীষ্ম-বর্ষা, কড়া রোদ হোক কিংবা বৃষ্টি, যেকোনও পরিস্থিতিতেই মিড ডে মিল খেতে হচ্ছে পড়ুয়াদের। অনেকসময় প্রচণ্ড রোদ ও বৃষ্টিতে মিড ডে মিল খাওয়া পণ্ড হয়ে যায় খুদে ছাত্রছাত্রীদের। হলদিবাড়ি শহরের ক্ষুদিরামপল্লি রামেশ্বর দয়াল প্রাথমিক বিদ্যালয়ে এই ছবি। বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও স্কুলে ডাইনিং শেড তৈরি না হওয়ায় ক্ষোভে দানা বেঁধেছে পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে।
হলদিবাড়ি শহরের ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লিতে এই স্কুল। বিশাল ফাঁকা মাঠে এই স্কুলটি। জায়গা থাকলেও মিড ডে মিলের খাওয়ার জন্য করা হচ্ছে না কোনও ডাইনিং শেড। বাধ্য হয়েই স্কুলের মাঠে, বারান্দায়, ক্লাস রুমে বসেই মিড ডে মিলের খাবার খেতে হয় পড়ুয়াদের।
প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ২০১। প্রতিদিন গড়ে ১৫০ থেকে ১৬০ জন ছাত্রছাত্রীর উপস্থিতি হয়। এরা স্কুলের বারান্দায় ও ক্লাস রুমে বসে খাবার খায়। স্কুলের মাঠেও খাবারের প্লেট নিয়ে যায়। এমনটাই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
গোটা বিষয়টি নিয়ে অভিভাবকরা বেশ অসন্তুষ্ট। এই রকম অবস্থায় স্কুল পড়ুয়াদের মিড ডে মিল খাওয়াতে রীতিমত নাজেহাল হতে হয় শিক্ষকদেরও। মিড ডে মিল খাওয়ানো পর নোংরা হয় বারান্দা, ক্লাসরুম। সকলেই চান স্কুলে বানানো হোক মিড ডে মিলের ডাইনিং হল।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিক কল্যাণ সরকার জানান, ডাইনিং শেডের জন্য স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিডিও ও পঞ্চায়েত সমিতিকে একাধিকবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি।
হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপার বক্তব্য, বিষয়টি নজরে রয়েছে আমাদের। আশা করছি, দ্রুত একটা উপায় বের করতে পারব। • স্কুলের বারান্দায় বসে মিড ডে মিল খাচ্ছে পড়ুয়ারা। - নিজস্ব চিত্র।