• টোটোয় ধাক্কা মেরে উলটে গেল বরের গাড়ি, নাকে ব্যান্ডেজ বেঁধে বিয়েতে, সড়ক দুর্ঘটনায় মৃত এক, জখম চারজন
    বর্তমান | ০৭ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাজ্য সড়কে উল্টে গেল বরযাত্রীর গাড়ি। শুক্রবার রাতে কুশমণ্ডির এই সড়ক দুর্ঘটনায় টোটোচালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বর সহ চার যাত্রী। পুলিশ জানিয়েছে, মৃত টোটোচালক প্রকাশ দত্তের (২৭) বাড়ি কুশমণ্ডি এলাকায়। গঙ্গারামপুরের রবীন্দ্রভবন থেকে বরযাত্রীর গাড়িটি রায়গঞ্জে যাচ্ছিল। কুশমণ্ডি পেট্রল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি রাস্তায় কয়েকবার পাল্টি খাওয়ায় বর সাগর সাহা ও তাঁর আত্মীয় পরিজনেরা জখম হয়েছেন। হাসপাতালে চিকিত্সার পর নাকে ব্যান্ডেজ বেঁধে বিয়ে করতে যান সাগর।

    ঘটনাস্থলে টোটোটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে কুশমণ্ডি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক টোটো চালককে মৃত বলে ঘোষণা করেন। রাতেই কয়েকজনকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। এদিকে বিয়ের লগ্ন ধরতে বর নাকে ব্যান্ডেজ করেই রায়গঞ্জের উদ্দেশে রওনা হন। 

    কুশমণ্ডি থানার পুলিশ টোটো ও বরযাত্রীর গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার টোটো চালকের মৃতদেহ ময়নাতদন্ত হয়।

    বরপক্ষের গাড়িচালক বিপন পোদ্দার বলেন, পাড়ার প্রতিবেশী ভাইয়ের বিয়েতে নিজের গাড়ি নিয়ে যাচ্ছিলাম। রাজ্য সড়কে হঠাৎ একটি টোটো ইউ-টার্ন নেওয়ায় গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারিনি। আমি জানালা দিয়ে ছিটকে পড়ি। অন্যদেরও কমবেশি লেগেছে। বরের নাকে চোট লেগেছে। আমাদের গঙ্গারামপুরে চিকিৎসা হয়। বরের নির্দিষ্ট সময়ে বিয়ে সম্পন্ন হয়েছে।

    পথ দুর্ঘটনার তদন্তে নেমেছে কুশমণ্ডি থানার পুলিশ।   নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)