• খুঁটিপুজো করে আরামবাগ উৎসবের প্রস্তুতি শুরু হল, আসছেন একঝাঁক খ্যাতনামা শিল্পী
    বর্তমান | ০৭ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ২২ডিসেম্বর থেকে পুরসভা পরিচালিত ‘আরামবাগ উৎসব’ শুরু হচ্ছে। ২৯ ডিসেম্বর পর্যন্ত তা চলবে। শনিবার আরামবাগ হাইস্কুলের মাঠে ধুমধাম করে উৎসবের খুঁটিপুজো হল। সেখানে পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী, ভাইস চেয়ারপার্সন মমতা মুখোপাধ্যায়, পুরসভার নানা ওয়ার্ডের কাউন্সিলার ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। এবারও একঝাঁক খ্যাতনামা শিল্পী এই উৎসবের মঞ্চ মাতাতে আসছেন।

    সমীরবাবু বলেন, আরামবাগ উৎসবের জন্য সারাবছর ধরে শহরের বাসিন্দারা অপেক্ষা করে থাকেন। পুর এলাকার সমস্ত নাগরিককে উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। উৎসবে পুলিশি নিরাপত্তার পাশাপাশি মানুষের সুবিধার্থে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে।

    এবার আরামবাগ উৎসব ৩৯তম বর্ষে পদার্পণ করেছে। ধুমধাম করে উৎসবের আয়োজন করা হচ্ছে। অন্যবছর ২৬ডিসেম্বর থেকে এই উৎসব শুরু হত। কিন্তু, এবার ২২ডিসেম্বর থেকেই তা শুরু হচ্ছে। উৎসব শুরুর  আগে ভলিবল, ক্রিকেট, ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন বয়সিদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। উৎসবের মূল মঞ্চ থেকে পুরসভা সেই সমস্ত প্রতিযোগিতার পুরস্কার বিলি করবে।

    উৎসবের শুরুর দিন সকাল ৬টায় আরামবাগের ডোঙ্গল মোড় থেকে ম্যারাথন শুরু হবে। আরামবাগ উৎসবের মাঠে এসে তা শেষ হবে। আরামবাগ ছাড়াও ভিনজেলা থেকে প্রতিযোগীরা ম্যারাথনে অংশ নিতে পারবেন। আরামবাগ উৎসবের কয়েকদিন মূল মঞ্চে স্থানীয় ও বাইরের শিল্পীদের নানা অনুষ্ঠান পরিবেশিত হবে। উৎসব উপলক্ষ্যে আয়োজিত মেলায় এবারও কয়েকশো স্টল বসানো হচ্ছে। মঞ্চে নানা সচেতনতামূলক অনুষ্ঠানও হবে।

    উৎসবের প্রথম দিন সান্ধ্য অনুষ্ঠান করতে আসবেন সঙ্গীতশিল্পী মানসী ঘোষ। তার পরদিন শুভমিতা বন্দ্যোপাধ্যায়, ২৪ডিসেম্বর মিস জোজো আসতে চলেছেন। বড়দিনে যাত্রাপালা হবে। ২৬ডিসেম্বর আসবেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা। পরদিন কুণাল গাঞ্জাওয়ালার অনুষ্ঠান। ২৮ডিসেম্বর থাকছে ‘সুফি নাইট’। উৎসবের শেষদিনে আসবেন সুপারস্টার জিৎ।
  • Link to this news (বর্তমান)