• রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গের ৩ জেলায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রির নীচে
    বর্তমান | ০৭ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীত বাংলায়। শুক্রবারের তুলনায় এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি তাপমাত্রা কমল কলকাতা শহরে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গে শ্রীনিকেতন, বাঁকুড়া ও কল্যাণীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ১০ ডিগ্রির আশপাশে। অন্যদিকে, দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি ছিল। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

    শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চলতি শীতের মরশুমে সবচেয়ে কম। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেন্টিগ্রেড। শ্রীনিকেতন, বাঁকুড়া ও কল্যাণীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১০.২, ১০.৯ ও ১০.৩ ডিগ্রি। সেদিক থেকে দক্ষিণবঙ্গে শ্রীনিকেতনই সবচেয়ে বেশি শীতল। উলুবেড়িয়া, মেদিনীপুর, দীঘা, ক্যানিং, কৃষ্ণনগর, পুরুলিয়া ও সিউড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির আশপাশে ছিল। বর্ধমান, আসানসোল, পানাগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি আশপাশে ওঠানামা করেছে। 

    তবে বসিরহাট, ডায়মন্ডহারবার, বহরমপুরের তাপমাত্রা এদিন ছিল ১৩ ডিগ্রির আশপাশে। শহরের আশপাশের এলাকা, যেমন দমদমে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি। সল্টলেকে ১৬.৭ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

    উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তাপমাত্রা বেশ নীচের দিকে রয়েছে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি। কালিম্পংয়ে ১১ ডিগ্রি। মালদহে তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি হলেও কোচবিহার, রায়গঞ্জ, জলপাইগুড়ির তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির আশপাশে। আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রিতে থমকালেও বাগডোগরা ও বালুরঘাট যথাক্রমে ১৪ ও ১৩র ঘরে ছিল।

     আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন দিন উত্তরবঙ্গের সমস্ত জেলায় সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকবে।  নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)