• ‘পথশ্রী’ বৈঠকে কমপক্ষে ৫০ শতাংশ মহিলা থাকতে হবে, নির্দেশ মুখ্যসচিবের, উন্নয়নের লিফলেট পৌঁছবে ঘরে ঘরে
    বর্তমান | ০৭ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীঘ্রই রাজ্যজুড়ে শুরু হবে পথশ্রী-রাস্তাশ্রী ৪ প্রকল্পের কাজ। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের যে কোনও দিন এই প্রকল্পের শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শনিবার প্রতিটি জেলার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করে একাধিক নির্দেশ দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। এই প্রকল্প নিয়ে কীভাবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, সেই সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) বা নির্দেশিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে জেলায় জেলায়। আগেই পাঠানো হয়েছে সমীক্ষা থেকে শুরু করে দরপত্র ডাকা সংক্রান্ত এসওপি। প্রচার নিয়ে দেওয়া নির্দেশিকায় পরিষ্কার বলে দেওয়া হয়েছে, শিলান্যাসের ঠিক পরেই এলাকার জনপ্রতিনিধি, নির্বাচিত পঞ্চায়েত সদস্য, সরকারি কর্মচারী এবং গ্রামবাসীদের নিয়ে গ্রাম পঞ্চায়েত স্তরে একটি মিটিংয়ের আয়োজন করতে হবে জেলাশাসককে। অন্তত ৫০০ জনকে নিয়ে হবে সেই বৈঠক। যাঁদের মধ্যে অন্তত ৫০ শতাংশ যেন মহিলা হন, তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে ব্লক, মহকুমা এবং জেলা স্তরেও বৈঠকের আয়োজন করতে হবে।

    লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী— মহিলাদের জন্য একাধিক প্রকল্প নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অভিজ্ঞ আমলাদের মত, গ্রামীণ এসব রাস্তা উন্নয়নের ফলে মহিলারা ব্যাপকভাবে লাভবান হবে। সেই কারণে তাঁদের মধ্যে রাজ্যের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে এই পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় আড়াই লক্ষ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নের নয়া রেকর্ড তৈরি হবে। তাই এলাকায় এলাকায় মাইকিং, হোর্ডিং লাগানো এবং ট্যাবলো ঘুরিয়ে এর প্রচার করা হবে। বাড়ি বাড়ি লিফলেট পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করবে জেলা প্রশাসন। ইতিমধ্যে ‘উন্নয়নের পাঁচালি’ নাম দিয়ে গত সাড়ে ১৪ বছরে সরকারের কাজের খতিয়ান প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সেগুলিও সাধারণ ভোটারের কাছে পৌঁছে দিতে হবে। গ্রামোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের সমীক্ষার সময়েই আধিকারিকদের লিফলেট বিলি করে দিতে বলা হয়েছে ওই নির্দেশিকায়। প্রত্যেক ব্লকে প্রচার চালানোর জন্য একটি করে ট্যাবলো তৈরি হবে। যা পৌঁছোবে প্রতিটি গ্রাম সংসদে। মুখ্যমন্ত্রীর শিল্যানাস অনুষ্ঠানের পরেই যার উদ্বোধন সেরে ফেলতে বলা হয়েছে।এদিনের বৈঠকে নবান্নের তরফে রাস্তার গুণগত মান ধরে রাখা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে।
  • Link to this news (বর্তমান)