বারাকপুরে হবে আধুনিক কোর্ট কমপ্লেক্স, পরিদর্শনের পর জানালেন বিচারপতি রাজাশেখর মান্থা
বর্তমান | ০৭ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নতুন কোর্ট বিল্ডিং হলেও পরিকাঠামোর অভাবে ভুগছে বারাকপুর আদালত। নেই আইনজীবীদের বসার জায়গা, ভালো শৌচাগার, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। শনিবার এসব পরিদর্শন করলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি জানিয়ে দিলেন, আগামী ৫০ বছরের কথা মাথায় রেখে আধুনিক কোর্ট কমপ্লেক্স হবে বারাকপুরে। তিনি বার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক করেন বারাকপুর ক্যান্টনমেন্ট এর সিইও জ্যোতি কাপুরের সঙ্গে।
বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত রায় ও সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টচার্য বলেন, বিচারপতি নতুন ও পুরনো– দুটি আদালত ভবনই ঘুরে দেখেছেন। পুরনো বিল্ডিংয়ে কোর্ট কমপ্লেক্স তৈরির পরিকল্পনা করা হচ্ছে। নতুন বিল্ডিংয়ের সমস্যা সম্পর্কেও বিচারপতিকে জানানো হয়েছে। দ্রুত সিনিয়র ডিভিশন সিভিল জজ এবং পকসো আদালত চালু করার জন্য আবেদন করা হয়েছে তাঁর কাছে। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়ার আবেদন করা হয়েছে।
এদিন সকাল দশটায় হাইকোর্টের জোনাল জজ রাজাশেখর মান্থাকে গার্ড অব অনার দেওয়া হয়। তারপর তিনি জেলা জজ শান্তনু ঝা, প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ প্রশান্ত মুখোপাধ্যায়, এসিজেএম মনিকা চট্টোপাধ্যায় প্রমুখ কয়েকজনের সঙ্গে বৈঠক করেন। এরপর লাইব্রেরিতে বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন। পরে তিনি পুরনো কোর্ট দেখতে যান। সেখানে বারাকপুর ক্যান্টনমেন্টের সিইও জ্যোতি কাপুরের সঙ্গে বৈঠক করেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, খুব সদর্থক আলোচনা হয়েছে। আগামী ৫০ বছরের কথা মাথায় রেখে আধুনিক কোর্ট কমপ্লেক্স হবে। রাজ্য সরকরের সহযোগিতা লাগবে। হাইকোর্টও সবরকম সাহায্য করবে।