• সৈনিক স্কুলের আদলে আলিপুর বডিগার্ড লাইনে মডেল বিদ্যালয়, উদ্যোগ লালবাজারের, ২০২৭ সালে ভরতি শুরু
    বর্তমান | ০৭ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সৈনিক স্কুলের ধাঁচে এবার মডেল স্কুল করছে কলকাতা পুলিশ। শুধু পুলিশ পরিবারের সন্তানরা নয়, সাধারণ পড়ুয়াদেরও এখানে পড়ার সুযোগ থাকবে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের জন্য স্কুলশিক্ষা দপ্তরের অনুমতি মিলেছে বলে লালবাজার সূত্রে খবর। অত্যাধুনিক পরিকাঠামো থাকার পাশাপাশি এখানে অতিথি শিক্ষক হিসেবে পড়াবেন আইপিএস অফিসার ও তাঁদের স্ত্রীরা। ভর্তি ও পড়াশোনা শুরু হবে ২০২৭ সালে।

    কলকাতা পুলিশের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বর্তমানে আলিপুর বডিগার্ড লাইনে একটি প্রাথমিক স্কুল রয়েছে। লালবাজারের কর্তারা অনেকদিন ধরেই চাইছিলেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়া যাবে, এমন বিদ্যালয় গড়তে। সেখানে ইংরেজি মাধ্যমে পড়ানো হবে। যাতে পুলিশ ও সাধারণ মানুষ তাঁদের সন্তানদের এখানে ভর্তি করতে উৎসাহী হন। 

    আধিকারিকদের পাশাপাশি কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটিও উন্নত পরিকাঠামো যুক্ত স্কুল তৈরির বিষয়ে ভাবনাচিন্তা করছিল। বডিগার্ড লাইনে পড়ে থাকা জায়গা ব্যবহার করে কীভাবে উন্নতমানের স্কুল গড়া যায়, তা নিয়ে সিপি মনোজ ভার্মার সঙ্গে একাধিকবার বৈঠক করেন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস ও ওয়েলফেয়ার কমিটির কনভেনার রুহুল আমিন আলি শা। এরপর চূড়ান্ত রূপরেখা তৈরি হয়। সিদ্ধান্ত হয়, এই স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হবে। কলা, বিজ্ঞান ও বাণিজ্য তিনটি বিভাগই থাকবে এখানে। 

    পুলিশ কর্মীদের ছেলেমেয়ের জন্য ৭৫ শতাংশ সিট সংরক্ষিত থাকবে। বাকি ২৫ শতাংশ আসনে বাইরের ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে। অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত চারটি সেকশন থাকবে। সেইসঙ্গে সুইমিং পুল, বাস্কেটবল কোর্ট সহ খেলাধুলোর প্রয়োজনীয় পরিকাঠামো রাখা হচ্ছে। এই স্কুলের পড়ুয়ারা হর্স রাইডিংয়ের প্রশিক্ষণও পাবে। পড়াশোনার পাশাপাশি এখান থেকে ভালো স্পোর্টসম্যান তৈরি করাও এই স্কুলের লক্ষ্য। যাতে আগামী দিনে জাতীয় বা আন্তর্জাতিক স্তরের খেলাধুলোয় অংশ নিতে পারে তারা। 

    স্কুলের নকশা, পরিকল্পনা, কোন ভাষায় পড়ানো হবে, তার যাবতীয় তথ্য প্রস্তাব আকারে অনুমোদনের জন্য লালবাজার পাঠিয়েছিল শিক্ষাদপ্তরের কাছে। মাসখানেক আগে স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকরা প্রস্তাবিত জায়গাটি পর্যবেক্ষণ করেন। 

    শেষ পর্যন্ত সেই অনুমতি মিলেছে বলে লালবাজার সূত্রে খবর। এখানকার শিক্ষকদের পাশাপাশি অতিথি শিক্ষক হিসেবে পড়াবেন আইপিএস অফিসাররাও। আগামী সপ্তাহে এই স্কুলের শিলান্যাস হওয়ার কথা। বডিগার্ড লাইনের ভিতর এই স্কুল তৈরি করতে আনুমানিক ৪০ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে বলে জানা গিয়েছে। এই টাকার পুরোটাই সরকার বহন করবে।
  • Link to this news (বর্তমান)