• পার্ক স্ট্রিটে ট্যাক্সিচালককে চপারের কোপ, ধৃত যুবক
    বর্তমান | ০৭ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক ট্যাক্সি চালককে হুমকি ও চপার দিয়ে কোপ দেওয়ার অভিযোগে শুক্রবার পার্ক স্ট্রিট থানার পুলিশ এক যুবককে পাকড়াও করে। শনিবার ব্যাঙ্কশাল আদালত তাকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেয়। আদালত সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে ওই ঘটনার পর আক্রান্ত ট্যাক্সিচালক পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। এরপরই সেখানে থেকে অভিযুক্তের সম্পর্কে নিশ্চিত হওয়ার পর পুলিশ ওই যুবককে শুক্রবার মুচিপাড়া এলাকা থেকে পাকড়াও করে।

    আদালত সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে ওই যুবক একই কায়দায় শেক্সপিয়র সরণি এলাকায় বচসা থেকে এক ট্যাক্সিচালককে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এদিন ধৃতের তরফে জামিনের আর্জি জানানো হয়। সরকারি কৌঁসুলি তাতে জোরালো আপত্তি জানান। বিচারক মামলার নথিপত্র খতিয়ে দেখে ওই আর্জি নাকচ করে দেন।                          
  • Link to this news (বর্তমান)