৬ কোটি টাকার ঋণ জালিয়াতি কাঁকুড়গাছি থেকে ধৃত ব্যাঙ্ক এজেন্ট
বর্তমান | ০৭ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৬ কোটি টাকার ঋণ জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ঘনশ্যাম গুপ্ত (৫৩) নামে একজনকে গ্রেফতার করলেন লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার গোয়েন্দারা। কাঁকুড়গাছির বাসিন্দা ওই ব্যক্তি জালিয়াতির অন্যতম ষড়যন্ত্রী বলে গোয়েন্দারা দাবি করেছেন। শুক্রবার রাতে কাঁকুড়গাছির বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।
প্রাথমিক তদন্তে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন, ২০২৩ সালে এই চক্রের সদস্যরা দলিল সহ একাধিক জাল নথি পেশ করে বিবাদী বাগের এক বেসরকারি ব্যাঙ্ক থেকে ছ’কোটি টাকার ঋণ হাতিয়ে নেন। পরে লোনের টাকা একাধিক অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয়েছিল বলে অভিযোগ। এদিকে, এই বিপুল পরিমাণ ঋণের টাকাও শোধ করা হচ্ছিল না। ফলে ক্ষতিগ্রস্ত হয় ওই ব্যাঙ্ক।
বাধ্য হয়ে ওই বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ চলতি বছরের জুলাই মাসে স্থানীয় হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ গুরুতর হওয়ায় মামলার তদন্তভার তুলে দেওয়া হয় লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার হাতে। তদন্তে নেমে আগে এই মামলায় দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। লালবাজারের এক সূত্র জানাচ্ছে, ধৃত ঘনশ্যাম সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কের ডিএসএ বা ‘ডাইরেক্ট সেল এজেন্ট’। গোয়েন্দাদের দাবি, কমিশন বাবদ জালিয়াতির টাকা তাঁর অ্যাকাউন্টেও ঢুকেছে।
এদিকে, ধৃতকে শনিবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়। আদালত তাকে ১২ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।