শনিবার মাঝরাতের পর গোয়ার আরপোরার নাইটক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু ২৩ জনের। আহত প্রায় ৫০ জন। এই ঘটনাকে ‘গভীর দুঃখজনক ও ট্র্যাজিক’ বলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে গোয়ার আরপোরায় দুর্ঘটনায় নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মোদী।
পানাজি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আরপোরা গ্রামের জনপ্রিয় পার্টি ভেন্যু 'বার্চ বাই রোমিও লেন' নাইটক্লাবে আচমকা ঘটে সিলিন্ডার বিস্ফোরণ। তার থেকেই ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তেই আগুন দ্রুত নাইটক্লাবের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তাতে কমপক্ষে ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে।
এই ঘটনা সম্পর্কে X-তে একটি পোস্টে, প্রধানমন্ত্রী বলেছেন যে, তিনি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন। সাওয়ান্ত জানিয়েছেন যে, রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে।
বিস্তারিত আসছে...