এই সময়, আসানসোল: করোনা অতিমারির সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। যাত্রীস্বার্থে পরিষেবা মসৃণ করতে ফের সেই ট্রেনগুলি চালু করার দাবি উঠল।
জসিডি-আসানসোল বিভাগে চিত্তরঞ্জন, রূপনারায়ণপুর, সালানপুর, বরাচকে সকাল থেকে সন্ধ্যার মধ্যে প্রায় আট ঘণ্টা কোনও যাত্রী ট্রেন না-থাকা নিয়ে আসানসোল ডিভিশনাল রেলওয়ে ইউজ়ার্স কনসালটিভ কমিটির বৈঠকে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় রূপনারায়ণপুর ডিআরইউসিসি সদস্যের পক্ষ থেকে। করোনার সময়ে যে তিনটি গুরুত্বপূর্ণ ট্রেন বন্ধ হয়, সেগুলি হলো জসিডি-কলকাতা, হাওড়া-অমৃতসর এবং শিয়ালদা-সমস্তিপুর প্যাসেঞ্জার। তা ফের চালানোর দাবি তোলা হয়।
আসানসোল থেকে হাওড়া বা কলকাতার মধ্যে সকাল ন'টার পরে দীর্ঘক্ষণ কোনও ট্রেন না-থাকায় একটি ট্রেন চালানোর দাবি জানান রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রতিনিধি। রেল কমিটির সদস্যরা দাবি করেন, জামুড়িয়া, জসিডি, অন্ডাল, দেওঘর, সিউড়ি স্টেশনে যাত্রীদের আরও বসার জন্য ব্যবস্থা করা, পানীয় জল এবং বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা দরকার। অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানান যে ট্রেনগুলি বন্ধ হয়েছিল, তা চালু করতে পূর্ব রেলের সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।