মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি
ত্বকের ক্যানসারে আক্রান্ত ৬০ বছর বয়সি যশোদা গায়কোয়াড়। হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে তাঁকে রাস্তায় ফেলে বাড়ি ফিরে আসেন নাতি সাগর শেওয়াল। মাস চারেক আগে মুম্বইয়ের আরে কলোনিতে বৃদ্ধার ওই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়। পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে নাতির বিরুদ্ধে মামলা রুজু করে।
একই ঘটনা ঘটেছে ২২০০ কিলোমিটার দূরে শিলিগুড়িতে। চিকিৎসার নাম করে বৃদ্ধাকে সিকিম থেকে এনে শিলিগুড়িতে ফেলে রেখে উধাও হয় নাতি। কুড়ি দিন পার হয়ে গেলেও দিদিমার খোঁজ নিতে আর ফিরে না-আসায় বিপদে পড়েন এনজেপির একটি বেসরকারি লজের মালিক ইন্দ্রজিৎ কুণ্ডু। কারণ, কুড়ি দিন আগে সিকিম থেকে ৮০ বছরের শোভা তামাংকে নিয়ে তাঁর লজে উঠেছিলেন বিশাল ড্যানিয়েল তামাং। কিছু টাকা অগ্রিম দিয়ে কাজের কথা বলে উধাও হন যুবক। শনিবার ইন্দ্রজিৎ এনজেপি থানার দ্বারস্থ হন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
বর্তমানে ওই লজেই রয়েছেন শোভা। কোনও ভাবেই বাড়ি বা আত্মীয়দের কাছে ফিরে যেতে চান না, এমনটাই স্পষ্ট জানিয়েছেন তিনি। তাঁর আপশোস, 'যে নাতিকে সাত মাস বয়স থেকে কোলে-পিঠে মানুষ করেছি, সে আমাকে মিথ্যা কথা বলে ফেলে রেখে চলে গিয়েছে। আমি আর ওদের কারও কাছে ফিরে যেতে চাই না। ফিরে গেলে আবার কী করবে, জানা নেই।' বৃদ্ধার কান্না দেখে চোখের জল সামলাতে পারেননি ইন্দ্রজিৎও। তিনি বলেন, 'মায়ের বয়সি একজনকে টাকা পাইনি বলে তো রাস্তায় ফেলে দিতে পারি না। আমার লজেই তাঁর থাকা-খাওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু এখন ড্যানিয়েল ও তাঁর স্ত্রী যমুনা গুরুং উল্টে আমাকে ফাঁসানোর ভয় দেখাচ্ছেন। তাই পুলিশে অভিযোগ দায়ের করেছি।'
জানা গিয়েছে, ছোটবেলা থেকে কলকাতার তিলজলায় থাকতেন শোভা। তাঁর বয়স যখন চল্লিশ, স্বামীর মৃত্যু হয়। একাই কষ্ট করে মেয়ে মেনিকে বড় করেন, বিয়েও দেন। কয়েক বছর পরে মেয়ের বিবাহবিচ্ছেদ হয়। সাত মাসের ড্যানিয়েলকে কোলে নিয়ে মায়ের বাড়ি ফিরে আসে মেয়ে। দীর্ঘ দিন এ ভাবেই চলছিল। কর্মসূত্রে সিকিমে গিয়ে বিবাহিত এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ড্যানিয়েলের। পরে তাঁকে বিয়ে করে সিকিমেই থাকতে শুরু করেন তিনি। মাঝেমধ্যে কলকাতায় যেতেন, বৃদ্ধার কাছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেনির উপার্জন ক্ষমতা কমে আসে। মায়ের দেখভাল করাও কঠিন হয়ে পড়ে। সেই কারণে বছর খানেক আগে দিদিমাকে সিকিমে নিয়ে যান ড্যানিয়েল।
২০ দিন আগে চিকিৎসার কথা বলে শোভাকে শিলিগুড়িতে নিয়ে এসে লজে রেখে উধাও হয়ে যায় নাতি ড্যানিয়েল। তাঁর বক্তব্য জানা যায়নি। তবে সিকিমে থাকা তাঁর স্ত্রী যমুনা বলেন, 'ড্যানিয়েল অনেকদিন থেকে কাজকর্ম করে না। একার পক্ষে সংসার চালানো সম্ভব হচ্ছিল না। সেই কারণে দিদা, নাতি দু'জনকেই ঘর থেকে বের করে দিয়েছি। ওদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।'