• ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠান শহরে, IndiGo-র উড়ান বাতিলে যাত্রী দুর্ভোগ, রবিবার কোন খবরে নজর?
    এই সময় | ০৭ ডিসেম্বর ২০২৫
  • হরিয়ানায় ‘India International Science Festival (IISF) 2025’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবিবার। এই অনুষ্ঠানে থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই বছরে বিজ্ঞান উৎসবের থিম ‘বিজ্ঞান থেকে সমৃদ্ধি: আত্মনির্ভর ভারতের জন্য’ । বিজ্ঞানমূলক চিন্তাভাবনার সম্প্রসার ও দেশের বিজ্ঞান জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই এই অনুষ্ঠানের আয়োজন।

    গত কয়েকদিন ধরে একের পর এক উড়ান বাতিল করেছে ইন্ডিগো। ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে তদন্তের নির্দেশ রয়েছে কেন্দ্রীয় সরকার। রবিবার কী পরিস্থিতি থাকবে, নজর থাকবে।

    কলকাতার ব্রিগেডে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠান রয়েছে। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একাধিক বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নজর থাকবে এই অনুষ্ঠানে।

    কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করার বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। গার্ডেনরিচ উড়ালপুল, সিজিআর রোড, খিদিরপুর রোড, ক্যাসুয়ারিনা এভিনিউ, কুইন্‌সওয়ে যান চলাচল বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নজর থাকবে সেই দিকে।

    রাজ্যে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ চলছে। মূলত, এনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। ভুয়ো ভোটার ধরতে নতুন কোনও পদক্ষেপ নেবে CEO অফিস? নজর থাকবে।

  • Link to this news (এই সময়)