• রবিতে চালানো হবে ১৫০০ ফ্লাইট, এ যাত্রায় সঙ্কটমুক্ত IndiGo পরিষেবা? বড় বার্তা সংস্থার
    এই সময় | ০৭ ডিসেম্বর ২০২৫
  • গত ছ’ দিন ধরে ইন্ডিগোর পরিষেবা ব্যাপক ভাবে ব্যাহত হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হয়েছিল সাধারণ মানুষকে। যাত্রীদের প্রবল বিক্ষোভ, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর শো-কজ়ের মধ্যেই রবিবার একটি বিবৃতি জারি করল IndiGo। সেখানে দাবি করা হয়েছে, এ দিন ১৫০০ ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে সারাদিনে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, পরিষেবার ৯৫ শতাংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

    এ দিন সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে, শনিবার ১১৩টি গন্তব্যের জন্য ৭০০টির বেশি ফ্লাইট চালানো হয়েছে। IndiGo আরও জানিয়েছে, রবিবার দিনের শেষে ১৫০০ ফ্লাইট চালানো হবে। ফ্লাইট পরিষেবার ৯৫ শতাংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। ১৩৮টি রুটের মধ্যে ১৩৫টিতে পরিষেবা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এ দিন ফের একবার ক্ষমা চান কর্তৃপক্ষ।

    ইন্ডিগোর CEO পিটার এলবার্সকে শনিবারই একটি শোকজ় নোটিস দিয়েছিল DGCA। সেখানে উল্লেখ করা হয়, সম্প্রতি ব্যাপক বিঘ্ন ঘটেছে IndiGo-এর পরিষেবাতে। এর ফল ভুগতে হয়েছে যাত্রীদের। গোটা ফ্লাইট নেটওয়ার্ককে কেন্দ্র করে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বিমানমন্ত্রী কে রামমোহন নায়ডুও জানিয়েছিলেন, এই পরিস্থিতি কেন তৈরি হলো, তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিই গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে। যে বা যাঁরা পরিস্থিতির জন্য দায়ী, তাঁদের মূল্য চোকাতে হবে, জানিয়েছিলেন তিনি।

  • Link to this news (এই সময়)