এই সময়, বালুরঘাট: গত তিনদিনে কুকুরের কামড়ে জখম হলেন ১১ জন। যার মধ্যে কয়েকজনের ক্ষতে সেলাই পড়েছে। কুকুরের ভয়ে আতঙ্কিত বালুরঘাট পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের চকভবানী এলাকার স্থানীয় বাসিন্দারা। এ কারণে ওই এলাকার বাসিন্দারা বিকল্প রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে তাঁরা বালুরঘাট পুরসভা ও পুলিশকে বিষয়টি জানিয়েছেন। এখনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ।
বালুরঘাট থানা কোয়ার্টারের পাশেই রয়েছে কুকুরটি। সম্প্রতি কুকুরটির সন্তান হয়েছে। এর পর থেকে সে আক্রমণাত্মক হয়ে পড়েছে। ওর সামনে দিয়ে গেলেই কামড় দিয়ে দিচ্ছে। ওই এলাকায় রয়েছে একটি বাচ্চাদের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। ফলে চিন্তা আরও বেড়েছে। বৃহস্পতি ও শুক্রবারে সাতজন লোককে কুকুরটি কামড়ে দিয়েছে।
শনিবার চারজনকে কামড়েছে। স্থানীয় দেবাশিস ঘোষ নামে এক ব্যক্তি ওই কুকুরটির দেখভাল করেন। তাঁকে বিষয়টি বলা হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ স্থানীয়দের। যদিও দেবাশিস বলেন, 'কুকুরটি বেশ কয়েক জনকে কামড়ে দিয়েছে। আমরা পুরসভায় বিষয়টি জানিয়েছি।' কামড় খাওয়া প্রশান্ত সাহা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, 'শুক্রবার বাচ্চাকে স্কুলে নামিয়ে ফেরার পথে পিছন থেকে এই কুকুরটি আমাকে কামড় দেয়। গতকাল ভ্যাকসিন নিয়েছি।' এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল বিপুলকান্তি ঘোষ বলেন, 'বিষয়টি শুনলাম। এ নিয়ে কী করা যায় তা দেখা হচ্ছে।'