• এগরায় আবাস যোজনার সার্ভে করতে গিয়ে বিক্ষোভের মুখে BDO অফিসের কর্মী
    এই সময় | ০৭ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, এগরা: আবাস যোজনা বাড়ির সার্ভে করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন বিডিও অফিসের এক কর্মী। এগরা-১ ব্লকের বারিদা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা এগরা-১ ব্লকের বারিদা পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, সার্ভে করার নামে আবাস যোজনায় প্রাপকদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে।

    বিক্ষোভের খবর পেয়ে, ঘটনাস্থলে ছুটে আসেন বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ। তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানালে বিক্ষোভ ওঠে। এক বিক্ষোভকারী বলেন, 'আবাস যোজনার তালিকা তৈরির জন্য এখনও পর্যন্ত তিনবার সার্ভে করা হয়েছে। আমরা মাটির বাড়িও দেখিয়েছিলাম। এর পরে আবার সার্ভে করা হচ্ছে কেন বুঝতে পারছি না।'

    সার্ভের কাজে আসা বিডিও অফিসের কর্মী নন্দগোপাল সরকার বলেন, 'ই-সার্ভের কাজ চলছে। বিডিও সাহেবের নির্দেশে সেই কাজের জন্য এসেছিলাম।' এই প্রসঙ্গে এগরা-১ বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ বলেন, 'ভুল বোঝাবুঝি থেকেই একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। সমস্যা মিটে গিয়েছে।'

  • Link to this news (এই সময়)