আজকাল ওয়েবডেস্ক: নিত্যদিনের অশান্তিতে জেরবার। তুমুল দাম্পত্য কলহের জেরেই চরম পদক্ষেপ করলেন এক তরুণ। স্ত্রীর সঙ্গে ঝামেলার কারণে শেষ করে দিলেন গোটা পরিবার! দুই সন্তানকে খুন করে, আত্মঘাতী হলেন তরুণ। মৃত সন্তানদের বয়স পাঁচ ও তিন বছর। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনোরে। পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার দুই সন্তানকে বিষ খাইয়ে খুন করেন বাবা। এরপর সেই বিষপান করেই আত্মঘাতী হন ওই ব্যক্তি। স্ত্রীর সঙ্গে তুমুল বচসার পরেই সন্তানদের খুন ও আত্মহত্যার ঘটনাটি ঘটিয়েছেন তিনি।
পুলিশ আরও জানিয়েছে, গতকাল সন্ধ্যায় ২৮ বছর বয়সি বাবুরাম তাঁর পাঁচ বছরের নাবালক ছেলে ও তিন বছরের শিশুকন্যাকে খুন করেন। মুবারকপুর খদর গ্রামের কাছে এক জঙ্গলে সন্তানদের নিয়ে গিয়ে বিষ খাইয়ে দেন তিনি। এরপর আত্মঘাতী হন ওই তরুণ। তিনজনকেই গ্রামবাসীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পর পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি দাম্পত্য কলহের জেরেই ঘটেছে বলে অনুমান। পরিবারের সদস্যরাও জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরেই স্ত্রীর সঙ্গে বাবুরামের তুমুল অশান্তি চলছিল। গতকাল রাতে হাসপাতাল থেকে পুলিশের কাছে খবর পৌঁছয়। মৃত তরুণের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি তারা।
প্রসঙ্গত নভেম্বরের শুরুতেও এমন আরেকটি ঘটনা ঘটেছিল। ফাঁকা বাড়ি। স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। মাত্র দশ দিন আগেই ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন তরুণী। সংসারে ছিল দেড় বছরের আরও এক কন্যাসন্তান। স্বামী অনুপস্থিতিতে দুই কন্যাসন্তানের গলা কেটে নির্মমভাবে খুন করলেন মা। চরম মানসিক চাপে এরপর আত্মঘাতী হন তরুণী। যে ঘটনায় শিউরে উঠেছে প্রতিবেশী থেকে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার মহীশূরে দুই সন্তানকে নির্মমভাবে খুন করেন তাদের মা। এরপর তরুণী আত্মঘাতী হন। ঘটনাটি ঘটেছে পেরিয়াপাটনা তালুকের বেত্তাদাপুরা গ্রামে।
পুলিশ আরও জানিয়েছে, দশ দিনের এক সদ্যোজাত কন্যাসন্তান ও দেড় বছরের মেয়ের গলা কেটে খুন করেন আরাবিয়া ভানু নামের তরুণী। এরপর তিনি আত্মঘাতী হন। তরুণীর স্বামী বেঙ্গালুরুতে একটি শপিং মলে কাজ করেন। সদ্যোজাত ও খুদে কন্যাসন্তানকে নিয়ে তিনি একাই থাকতেন বাড়িতে।
পুলিশের অনুমান, পারিবারিক ঝামেলা ও দাম্পত্য কলহের জেরেই চরম পদক্ষেপ করেছেন তরুণী। ফাঁকা বাড়িতে দুই কন্যাসন্তানকে নৃশংসভাবে খুন করেন। মানসিক চাপে নিজেও আত্মঘাতী হন। তবে এহেন চরম পদক্ষেপের নেপথ্যে আর কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। খুন ও আত্মহত্যার মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।