• নতুন সপ্তাহেই বাংলায় জাঁকিয়ে শীত, কোন জেলায় কততে নামবে পারদ?
    আজ তক | ০৭ ডিসেম্বর ২০২৫
  • রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে শীতের দাপট। কলকাতার পারদ নেমে গিয়েছে ১৪ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস বলছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আরও তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গে । আগামী কয়েকদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে পারদ। নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

    অবশেষে শীত এল বঙ্গে
    হাওয়া অফিস বলছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সাতদিন  আবহাওয়া শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে গিয়েছে।  রবিবার থেকে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা। উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। দুই বাংলাতেই নতুন সপ্তাহে শীতের আমেজ আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ এবং ত্রিপুরার ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি নতুন একটি প্রভাবশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এই দুইয়ের সম্মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা নেমে এসেছে। আপাতত পাঁচ দিন বড় কোনও তাপমাত্রার পরিবর্তন না হলেও শীতের অনুভূতি বজায় থাকবে।

    দক্ষিণবঙ্গে নতুন সপ্তাহে আবহাওয়া
    অবাধে পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করছে। ফলে সকাল-সন্ধ্যে শীতের আমেজ অনুভূত হবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে নেমেছে পারদ।  পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে জোরালো শীতের দাপট দেখা যাচ্ছে। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে শিশির পড়বে ও পথ-ঘাট কুয়াশায় ঢেকে যেতে পারে। বেলা বাড়লে আকাশ হবে পরিষ্কার। উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

    উত্তরবঙ্গে কনকনে শীতের পূর্বাভাস
    উত্তরবঙ্গেও ঠান্ডা বাড়বে। দার্জিলিংয়ে তাপমাত্রা রয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। নতুন সপ্তাহে পার্বত্য এলাকায়ও কুয়াশার সম্ভাবনা বাড়বে।  উত্তরবঙ্গের ওপরের ৫ জেলাতে  আবহাওয়া থাকবে মনোরম।   প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকছে। পাহাড়েও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ থাকবে।
     কলকাতার আবহাওয়া
    ১৫ ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে নেমেছে কলকাতার পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১. ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত এর আশেপাশেই থাকবে তাপমাত্রা। দিনের তাপমাত্রা  আরও সামান্য কমতে পারে বলে পূর্বাভাস। শহরে শীতের আমেজ আরও বাড়বে।
  • Link to this news (আজ তক)