• গোয়ায় মধ্যরাতে নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২৫
    বর্তমান | ০৭ ডিসেম্বর ২০২৫
  • পানাজি, ৭ ডিসেম্বর: মর্মান্তিক বললেও কম বলা হবে। গভীর রাতে উত্তর গোয়ার আরপোরাতে এক জনপ্রিয় নৈশক্লাবে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল ২৫ জনের। জখম ৬। মৃতদের মধ্যে রয়েছেন বহু পর্যটক ও মহিলারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নৈশক্লাবের রান্নাঘরে আচমকাই গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। জোরালো বিস্ফোরণও হয়। আর সেই সিলিন্ডার ফেটে যাওয়ার কারণে ওই নৈশক্লাবের গোটা বিল্ডিংয়ে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। যার ফলে নৈশক্লাবে থাকা ব্যক্তিরা বাইরে বেরিয়ে আসার সময় টুকুও পাননি। আগুনে ঝলসে ও কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়ে ২৫ জনের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে ১৪ জন ওই নৈশক্লাবের স্টাফ। কয়েকজন পর্যটকের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। আগুনে দেহগুলি ঝলসে যাওয়ায় চিহ্নিত করতে অসুবিধা হচ্ছে তদন্তকারীদের। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এই ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন। জখম ৬ জনের চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি। দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। গোয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই নৈশক্লাবের মালিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তাদের দ্রুত গ্রেফতার করা হবে। কিন্তু কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল? বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী। ডিজিপি জানিয়েছেন, ওই ক্লাবের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হবে, গ্যাসের সংযোগ ব্যবস্থা কেমন ছিল তাও দেখা হবে। 
  • Link to this news (বর্তমান)