• মোটা অঙ্কের নির্বাচনী চাঁদা পেয়েই ইন্ডিগো নিয়ে নীরব মোদি সরকার! বিস্ফোরক দাবি কংগ্রেসের
    প্রতিদিন | ০৭ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচদিন ব্যাপী চূড়ান্ত অব্যবস্থা ইন্ডিগো এয়ারলাইন্সে। বাতিল শয়ে শয়ে উড়ান। ভোগান্তির শিকার হাজার হাজার যাত্রী। এই পরিস্থিতি তৈরি হতে পারে আগে থেকে জানা সত্ত্বেও সংস্থা বা কেন্দ্র কেউই কোনও পদক্ষেপ করেনি। যা নিয়ে এবার সরব কংগ্রেস। হাত শিবিরের দাবি, মোটা অঙ্কের নির্বাচনী চাঁদা পেয়েই ইন্ডিগো নিয়ে নীরব ছিল কেন্দ্র। শুধু চাঁদার জন্য যাত্রী সুরক্ষা নিয়ে আপস করতেও পিছপা হয়নি মোদি সরকার।

    শনিবার কংগ্রেস সাংসদ শক্তিকান্ত সেম্বিল দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, নির্বাচনী বন্ডের তথ্যে দেখা গিয়েছে, বিজেপির সঙ্গে ইন্ডিগোর পরিচালন সংস্থা ইন্টারগ্লোব গোষ্ঠীর ঘনিষ্ঠ আর্থিক লেনদেন ছিল। সে কারণেই কি যাত্রী সুরক্ষার সঙ্গে আপস করে এতদিন ধরে ইন্ডিগো নিয়ে নীরব কেন্দ্র? কংগ্রেসের অভিযোগ, ইন্ডিগোর মালিক রাহুল ভাটিয়া এবং তাঁর সংস্থা ইন্টারগ্লোব বড় অঙ্কের চাঁদা দিয়েছিল বিজেপিকে। সেকারণেই অব্যবস্থা এতদিন ধরে উপেক্ষা করা হচ্ছে।

    নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য বলছে, রাহুল ভাটিয়া এবং তাঁর সংস্থা ইন্টার গ্লোব মোট ৫৬ কোটি টাকা চাঁদা দিয়েছিল নির্বাচনী বন্ডের মাধ্যমে। এর মধ্যে বিজেপি একাই ৩১ কোটি টাকা চাঁদা পেয়েছিল। কংগ্রেস মাত্র ৫ কোটি টাকা চাঁদা পেয়েছিল। এমনকী বিমান সংস্থাগুলি যে সময়ে কোভিড-লকডাউনের জন্য আর্থিক সমস্যায় ভুগছিল, তখনও ইন্ডিগো চারটি রাজনৈতিক দলকে মোট ৫৬ কোটি টাকা চাঁদা দেয়। কংগ্রেসের এই অভিযোগ রীতিমতো গুরুতর।

    যদিও কেন্দ্র এখন ইন্ডিগো নিয়ে কড়া অবস্থান নিয়েছে। ডিজিসিএ প্রাথমিকভাবে মনে করছে, কেন্দ্রের নতুন বিধি আগে থেকেই সংস্থাকে জানানো হয়েছিল। সেই মতো ব্যবস্থা নেওয়া উচিত ছিল ইন্ডিগোর। কিন্তু সংস্থা সেটা করেনি। সেকারণেই এই অব্যবস্থা এবং মানুষের ভোগান্তি। কেন আগে থেকে পর্যাপ্ত বন্দোবস্ত করা হল না? প্রশ্ন তুলে ইন্ডিগোকে নোটিস দিয়েছে ডিজিসিএ। শোনা যাচ্ছে ইন্ডিগো-কে একাধিক স্তরে শাস্তির মুখে পড়তে হতে পারে। সংস্থার উপর মোটা অঙ্কের জরিমানা করার পরিকল্পনা করা হচ্ছে। শুধু তাই নয়, যে পরিমাণ উড়ান চালানোর অনুমতি তাঁদের দেওয়া হয়েছে, সেটা আরও কমানোর ভাবনা রয়েছে কেন্দ্রের।
  • Link to this news (প্রতিদিন)