পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নোদাখালি থানার অন্তর্গত রানিয়ার বিদিরা অঞ্চলে শনিবার রাতে এক মহিলাকে বাড়ি লাগোয়া জঙ্গলে পড়ে থাকে দেখেন এলাকাবাসী। খবর দেওয়া হয় পুলিশে। নোদাখালি থানার পুলিশ বছর ৪০-এর মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই পরিবার ও এলাকাবাসী ধর্ষণ করে খুনের অভিযোগ তোলেন। তাঁদের দাবি, বাড়ি লাগোয়া জঙ্গলে ডেকে নিয়ে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
দেহ ময়নাতদন্তে পাঠিয়ে সেই রাতেই তদন্তে নামে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে। স্থানীয়দের দাবি আটকদের মধ্যে একজন এলাকার বিজেপি নেতা। দীর্ঘদিন ধরে তিনি গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত। তবে পুলিশ এখনও কিছু জানায়নি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।