• শিল্ডে হারের যন্ত্রণা ভুলতে চান রশিদ
    আনন্দবাজার | ০৭ ডিসেম্বর ২০২৫
  • ভারতীয় ফুটবল নিয়ে অনিশ্চয়তার মাঝে চলতি মরসুমে দ্বিতীয় বার ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। সুপার কাপের ফাইনালে রবিবার মশালবাহিনীর প্রতিপক্ষ গত বারের চ‌্যাম্পিয়ন এফসি গোয়া। প্রায় দেড় মাস আগে আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ভাল খেলেও টাইব্রেকারে হারের যন্ত্রণা এখনও দগ্ধ করে ইস্টবেঙ্গলের মাঝমাঠের প্রধান সৈনিক মহম্মদ রশিদকে। শুক্রবার তিনি জানিয়েছেন সুপার কাপ জিতে শিল্ডে হারের যন্ত্রণা ভুলতে চান।

    রশিদ বলেছেন, “মরসুমে দ্বিতীয় বার ফাইনালে পৌঁছতে পেরে গর্বিত। ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। ব‌্যক্তিগত রেকর্ড সবসময় দ্বিতীয় স্থানে থাকে। আইএফএ শিল্ডে হারের যন্ত্রণা এখনও আমাকে দুঃখ দেয়। তাই রবিবার আমরা সুপার কাপ জয়ে মরিয়া। ফাইনালে জিতে গোয়া ও কলকাতার সমর্থকদের সঙ্গে উদ্‌যাপন করতে চাই।”

    বৃহস্পতিবার সেমিফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে রশিদ ছাড়াও গোল করেছেন কেভিন সিবিল্লে ও সাউল ক্রেসপো। তবে এফসি গোয়ার বিরুদ্ধে লড়াই মোটেও সহজ হবে না। শুধু গোয়ার বিরুদ্ধে লড়াই নয়, ইস্টবেঙ্গলের জন‌্য আরও কঠিন হতে চলেছে লাল কার্ড দেখে ডাগ-আউটে কোচ অস্কার ব্রুসোর না থাকা। ফলে কোচের দায়িত্ব সামলাবেন বিনো জর্জ। এ দিন মূলত হোটেলেই জিমে সময় কাটান ইস্টবেঙ্গলের ফুটবলাররা। পঞ্জাবের বিরুদ্ধে চোট থাকায় খেলেননি হামিদ আহদাদ। তিনি হয়তো ফাইনালে খেলবেন।
  • Link to this news (আনন্দবাজার)