• মাকে বলল কার্টুন দেখবে, পলক ফেলতেই একরত্তি ছেলে শেষ? মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
    এই সময় | ০৭ ডিসেম্বর ২০২৫
  • নির্মীয়মাণ বাড়ির দেওয়ালের অংশ ভেঙে তিন বছরের শিশুর মর্মান্তিক পরিণতি। কাঁথায় টান দিতেই হুড়মুড়িয়ে পড়ে ইট। মৃত্যু হয় তিন বছরের শিশুর। শনিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার গড় গ্রামে। এমন ঘটনা একেবারেই অপ্রত্যাশিত, বলছেন গ্রামের লোকেরা। কান্নায় ভেঙে পড়ছেন তাঁরা। মৃতের নাম রোহন লোহার।

    স্থানীয় সূত্রে খবর, জয়পুর থানার গড় গ্রামের বাসিন্দা ঝন্টু লোহারের বাড়ির পাশে অনেক দিন ধরেই বাড়ি তৈরি করছেন প্রতিবেশী জগন্নাথ কোটাল। সেখানেই নির্মীয়মাণ দেওয়ালের ইটের গাঁথনির মাঝে বাঁশ লাগিয়ে কাঁথা শুকোতে দিয়েছিলেন একজন।

    এ দিকে রোহন ঘরের বাইরে বেরিয়ে খেলার সময়ে ওই কাঁথায় টান মারে। এর পরেই ঘটে দুর্ঘটনা। রোহনের মা রচনা লোহার বলেন, ‘আমরা খেয়ে এসে এখানে রোদে দাঁড়িয়ে আছি। ছেলে আমাকে বলল, মা কার্টুন দেখব। এর মধ্যে হঠাৎই রোদে রাখা একটা কাঁথা ধরে টান মারে। মাথার উপরে পড়ে ইট। ছেলে সঙ্গে সঙ্গে পড়ে যায়। শরীর পুরো সাদা।’ জয়পুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

  • Link to this news (এই সময়)