• লটারির টিকিট কাটার অভ্যাস? জাল টিকিটের বড়সড় চক্র চলছে...
    এই সময় | ০৭ ডিসেম্বর ২০২৫
  • ভুটানের লটারি অবৈধ ভাবে বিক্রি হচ্ছে বাঁকুড়ায়! গোপন সূত্রে খবর পেয়ে হানা CID-র। গ্রেপ্তার এক লটারি বিক্রেতা। শনিবার বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের হলদবুনি গ্রাম থেকে ভুটান লটারির জাল টিকিট ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে CID। ধৃতের কাছ থেকে বেশ কিছু জাল লটারির টিকিট উদ্ধার হয়েছে।

    রাজ্য জুড়ে লটারির জাল টিকিটের কারবারে ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের কোটি কোটি টাকার রাজস্ব। নানা অভিযোগও সামনে আসছিল গত কয়েক দিন ধরে। এরই মধ্যে অভিযানে নামে CID।

    সম্প্রতি ঝাড়গ্রাম জেলায় অভিযানও চলে। এর পরে বাঁকুড়ায় এই জাল টিকিট ব্যবসার তদন্তে নামে CID। বিশেষ সূত্রে জানতে পারে, বাঁকুড়ার পাত্রসায়র থানার ডান্না গ্রামের বিনোদ বাগদি নামে এক লটারি বিক্রেতা পার্শ্ববর্তী বাজার হলদবুনিতে ভুটান লটারির জাল টিকিট বিক্রি করছেন।

    শনিবার সেখানে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় বিনোদকে। বিষ্ণুপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী ইন্দ্রনারায়ণ বিশ্বাস বলেন, ‘ভুটানের লটারি টিকিট বেআইনি ভাবে বিক্রি হচ্ছিল। টিকিট সিজ় করেন আধিকারিকরা। একটা র‌্যাকেট কাজ করছে।’ যদিও ধৃত লটারি বিক্রেতা বিনোদ বাগদির দাবি, ‘আমি জানতাম না এটা যে অবৈধ।’

  • Link to this news (এই সময়)